বার্লিন: ফ্রান্সের পর জার্মানি। দক্ষিণ জার্মানির উয়েরজবার্গ শহরে যাত্রীবাহী ট্রেনে কুঠার ও ছোরা দিয়ে হামলা চালাল এক আফগান শরণার্থী। এতে ৪জন গুরুতর জখম হয়েছেন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও আহত হয়েছেন ১৯জন যাত্রী। হামলাকারীকে গুলি করে মেরেছে পুলিশ। হামলার সময় ওই আফগান শরণার্থী আল্লা হু আকবর বলে চিৎকার করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


বাভেরিয়ার অভ্যন্তরীণ মন্ত্রী জোয়াকিম হেরমান জানিয়েছেন, হামলাকারী ১৭ বছরের এক আফগান, থাকত ওখসেনফুর্ট এলাকায়। তার ঘর থেকে আইএসের পতাকা মেলায় ঘটনায় আইএস যোগ থাকতে পারে বলে মনে করছে পুলিশ। সোমবার, স্থানীয় সময় রাত সোয়া নটা নাগাদ উয়েরজবার্গ স্টেশনে ট্রেনযাত্রীদের ওপর হামলা চালায় সে। হামলার পর ট্রেন থেকে পালালেও তাকে ধাওয়া করে পুলিশ। পুলিশের গুলিতে ওই আততায়ীর মৃত্যু হয়।

নিরস্ত্র ট্রেনযাত্রীদের ওপর এভাবে শরণার্থীর হামলা জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের শরণার্থী নীতির ওপর ওঠা প্রশ্ন আরও গভীর করল। গত বছর সিরিয়া, তুরস্ক ও আফগানিস্তান থেকে আসা অন্তত ১০লাখ মুসলিম শরণার্থীকে আশ্রয় দিয়েছেন মার্কেল। এরপর জার্মানিতে যৌন নির্যাতন ও অন্যান্য অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যহারে বেড়েছে। এরপর সোমবারের ঘটনায় যদি সত্যিই জঙ্গি যোগসাজস পাওয়া যায়, তবে শরণার্থী নীতি নিয়ে মার্কেলকে নতুন করে চিন্তাভাবনা করতে হতে পারে।