নয়া দিল্লি: দীর্ঘ টালবাহানার পর অবশেষে আফগানিস্তানে (Afghanistan) ভারতীয় (India) ত্রাণ পাঠানোর ক্ষেত্রে সবুজ সংকেত দিল পাকিস্তান (Pakistan)। ত্রাণ বাবদ মৈত্রী দেশ আফগানিস্তানে ৫০ হাজার মেট্রিক টন গম পাঠানোর কথা ছিল ভারতের। কিন্তু পাক সীমান্ত ব্যবহার করে সে ত্রাণ পাঠানোয় আপত্তি জানিয়েছিল ইমরান খানের (Imran Khan) দেশ। যদিও দীর্ঘসূত্রিতা কাটিয়ে সোমবার ভারতের আবেদন গ্রহণ করেছে পাকিস্তান। সায় মিলেছে ত্রাণ পাঠানোর।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসের অফিসিয়াল টুইটারের মাধ্যমে এ খবরটি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে যে প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের ভূখণ্ডের মাধ্যমে আফগানিস্তানে ভারতের পাঠানো ত্রাণ সহায়তা অনুমোদন করেছেন। যদিও এখনও অফিসিয়ালি চূড়ান্ত ঘোষণা করা হয়নি। যদিও এর আগে ইমরান খান ঘোষণা করেছিলেন যে পাকিস্তান আফগান রোগীদের ফিরিয়ে আনার সুবিধা দেবে যারা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন এবং সেখানে আটকে ছিলেন। আফগানদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ইমরান তাঁর সব মন্ত্রককেও নির্দেশ দিয়েছিলেন।
সংবাদসংস্থা পিটিআই জানায়, গত মাসে, ভারত ত্রাণ বাবদ আফগানিস্তানে ৫০ হাজার মেট্রিক টন গম পাঠানোর ঘোষণা করেছিল। পাকিস্তানের ওয়াঘা সীমান্ত দিয়ে খাদ্যশস্য পাঠানোর অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিল। বর্তমানে, পাকিস্তান শুধুমাত্র আফগানিস্তানকে ভারতে পণ্য রফতানির অনুমতি দেয় তবে সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে অন্য কোন দ্বিমুখী বাণিজ্যের অনুমতি দেয় না।
আরও পড়ুন, ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদ, কলকাতা থেকে দিল্লি যাত্রা করবেন ব্যাঙ্ক কর্মীরা, চিন্তায় গ্রাহকরা
জানা গিয়েছে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির আহমেদ মুত্তাকি গত সপ্তাহে প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তানের মাধ্যমে ভারতকে গম পাঠানোর অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন যে তালিবান সরকার ভারতের কাছ থেকে এই ত্রাণ সাহায্য নিতে প্রস্তুত।
এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে বলা হয়েছিল, ‘‘আফগানিস্তানে গম পাঠানোর বিষয়ে ভারত যে প্রস্তাব দিয়েছে, তাতে ছাড়পত্র দেওয়ার জন্য আফগান ভাইয়েরা অনুরোধ করেছিলেন। প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, এই পরিস্থিতিতে পাকিস্তান ইতিবাচক মনোভাব নিয়ে প্রস্তাবটি বিবেচনা করবে। কী ভাবে তা বাস্তবায়িত করা হবে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে চলেছে ইসলামাবাদ।’’