লন্ডন: নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট দেরীতে পৌঁছনোয় পাঁচ বছরের হাঁফানিতে আক্রান্ত অসুস্থ শিশুকন্যার চিকিত্সা করলেন না ডাক্তার। এরফলে কার্যত বিনা চিকিত্সায় মারা গেল শিশুটি। ঘটনা ঘটেছে লন্ডনের সাউথ ওয়েলসে।
ছোট্ট ইলি-মে ক্লার্কের যে হাঁফানি রোগ ছিল, তা প্রাণ বিপন্নকারী। স্কুলে অসুস্থ হওয়ার পর তাকে একটি ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন তাঁর মা শানিস ক্লার্ক।
স্কুলে এলি এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে সে গলা গিয়ে ঘড়ঘড় শব্দ হচ্ছিল। বাড়ি পর্যন্ত হেঁটে আসার মতো অবস্থায় ছিল না সে। ওই অবস্থায় তার মা একটি ক্লিনিকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখানোর জন্য ফোন করেন। ডাক্তার দেখানোর সময় ছিল বিকেল পাঁচটা। কিন্তু নির্ধারিত সময়ের মাত্র কয়েক মিনিট দেরীতে মেয়েকে নিয়ে পৌঁছন আনিস। এজন্য ডাক্তার দেখানো তো দূরের কথা ক্লিনিকের রিসেপশনিস্টের সঙ্গে কথা বলতেও লাইনে দাঁড়াতে হয়।
এলির মৃত্যু ঘটনায় মামলার শুনানি চলছে আদালতে। সেখানে জানানো হয়েছে, সাউথ ওয়েলসের নিউপোর্টের দ্য গ্রেঞ্জ ক্লিনিকের রিসেপশনে আনিস বিকেল ৫.১০ থেকে ৫.১৮ টার মধ্যে কোনও একটা সময়ে পৌঁছেছিলেন। কিন্তু ওই ক্লিনিকে দশ মিনিটের বেশি দেরী করলে রোগী না দেখার নিয়ম রয়েছে। সেজন্য ডাক্তার জোয়ানে রোউই এলিকে পরের দিন নিয়ে আসতে বলেন।
ক্লিনিক থেকে এভাবে ফিরিয়ে দেওয়ার চোখ জলে ভিজে গিয়েছিল এলির। কান্নাভেজা গলায় মাকে প্রশ্ন করেছিল, মা, ডাক্তার আমাকে দেখল না কেন?
বাড়িতে ফিরে অসুস্থ এলি বিছানায় শুয়েছিল। মা আনিস প্রতি পাঁচ মিনিট অন্তর দেখছিলেন। কিন্ত রাত সাড়ে দশটা নাগাদ এলির শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর মুখ নীল হয়ে যায়। বিছানা থেকে মেঝেতে গড়িয়ে পড়ে সে। এরপর তাকে ২০১৫-র ২৫ জানুয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় এলির। মৃত্যুর কারণ শ্বাসনালীতে হাঁফানি।
যে ডাক্তার এলিকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি আদালতে নিজের বয়ানে বলেছেন, রিসেপশনিস্ট তাঁকে ফোন করে বলেছিলেন যে, এলি পাঁচ মিনিট দেরীতে পৌঁছেছে। কিন্তু এর মধ্যে পরের রোগীকে ডাকা হয়ে গিয়েছে। সেজন্যই এলিকে পরের দিন আসতে বলা হয়েছিল।নিউপোর্ট কোরোনার্স কোর্টে চিকিত্সক স্বীকার করেছেন যে, এলি যে জীবন বিপন্নকারী হাঁফানিতে আক্রান্ত ছিল এবং আগে ইন্টেনসিভ কেয়ারে তাকে ভর্তি করা হয়েছিল, সেই তথ্য তিনি দেখেননি।
মাত্র পাঁচ মিনিট দেরী হওয়ায় দেখলেন না ডাক্তার, মারা গেল হাঁফানিতে আক্রান্ত পাঁচ বছরের মেয়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Feb 2018 07:09 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -