বেজিং: রাস্তার মধ্যে যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যেস অনেকেরই আছে। কিন্তু লিফটের মধ্যে প্রস্রাব! অনেক সময় লিফটের মধ্যে তরুণ-তরুণীর লাভমেকিং, খুনসুটির ছবি ধরা পড়লেও, প্রস্রাব করার মতো ঘটনা এই প্রথম। সেটা আবার ধরা পড়ে গিয়েছে সিসিটিভি ক্যামেরায়। শুধু তাই নয়, প্রস্রাব করার ফলে, লিফট বন্ধ হয়ে যায়, এবং অন্ধকার লিফটে ফেঁসেও যায় সেই কিশোর। ইন্টারনেটে সেই ছবি ভাইরাল হওয়ার পর, নেটিজেনদের প্রতিক্রিয়া কৃতকর্মের ফল।
এই ঘটনাটি ঘটেছে চিনে। সিসিটিভিতে যে ছবি ধরা পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, লিফটের মধ্যে একটি ছেলে আচমকাই দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করেছে। তারপর লিফটের সমস্ত বোতামে প্রস্রাব করে বেরিয়ে যেতে গিয়েই আটকে পড়ে ছেলেটি। লিফটের সমস্ত সুইচ দপদপ করতে শুরু করে, তারপর পুরো অন্ধকার হয়ে যায়।
আন্তর্জাতিক(world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।