মোন্টানা: গত শুক্রবার রাতে আমেরিকার মোন্টানার গ্রেট ফলস পুলিশ একটি আপাতকালীন ফোন পায়। এক ব্যক্তি পুলিশের সাহায্য চেয়ে ফোন করেন। ওই ব্যক্তির দাবি, তাঁর প্রাক্তন প্রেমিকা ধারালো অস্ত্র দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে।
ওই ব্যক্তির বয়ান অনুযায়ী, বাড়ি ফিরে দেখতে পান যে, তাঁর প্রাক্তন প্রেমিকা ধারালো অস্ত্র হাতে তাঁর বেডরুমের দরজার পিছনে দাঁড়িয়ে ছিল। দরজা খুলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রেমিক তাঁর গলায় ওই অস্ত্র ঠেকিয়ে ধরে। এরপর ওই ব্যক্তিকে জামাকাপড় খোলার নির্দেশ দেয় তাঁর প্রাক্তন প্রেমিক।
অভিযুক্তের নাম সামান্থা রে মিয়ার্স বলে জানা গেছে। ১৯ বছরের সামান্থার বিরুদ্ধে পুলিশ ছয়টি ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে,সামান্থার বিরুদ্ধে তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক, সম্পতির ক্ষতিসাধনের মতো অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আসার পরই সামান্থা পালিয়ে যায় বলে অভিযোগ।
অভিযুক্ত তরুণীর পাল্টা অভিযোগ, ওই ব্যক্তি তাকে অপহরণ করে নিয়ে এসেছিল। তারপর আত্মরক্ষার জন্য তাকে ওই ধারালো অস্ত্র দিয়েছিল। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অস্ত্র হাতে নিয়েই অভিযুক্ত তরুণী তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এরপর দুজনের বচসা বেঁধে যায়। রাগের চোটে অভিযুক্ত বিছানা নোংরা করে এবং ঘরের দেওয়ালে আঁচড় কাটে।
এরইমধ্যে কোনওক্রমে সুযোগ পেয়ে পুলিশকে ফোন করেন অভিযোগকারী।
পুলিশ জানিয়েছে, তারা পৌঁছনোর সঙ্গে সঙ্গেই অভিযুক্ত পালিয়ে যায়।
ধারালো অস্ত্র দেখিয়ে প্রাক্তন প্রেমিকের সঙ্গে জোর শারীরিক সম্পর্কের অভিযোগ তরুণীর বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jun 2018 08:33 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -