খরগোশ ভেবে গুলি, চিনে মৃত্যু নাবালিকার
Web Desk, ABP Ananda | 20 Aug 2016 12:08 PM (IST)
বেজিং: খরগোশ ভেবে ভুলবশত ৯ বছরের এক মেয়েকে গুলি করে ৩ শিকারী। মৃত্যু হয়েছে ওই নাবালিকার। চিনের আনহুই প্রদেশের ঘটনা। পুলিশ জানিয়েছে, লু’য়ানের বাসিন্দা ওই তিনজন শিকারে বেরিয়েছিল। শিকার ভেবে এয়ারগানের ট্রিগার টিপে ফেলে তারা। কিন্তু খরগোশ ভেবে যাকে লক্ষ্য করে গুলি চালায়, সে আসলে ছিল ৯ বছরের বাচ্চা একটি মেয়ে। মাথায় গুলি লাগে তার। হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি মেয়েটিকে। পুলিশের কাছে আত্মসমর্পণ করে ওই তিনজন। তারা জানিয়েছে, খরগোশ ভেবেই গুলি চালিয়ে ফেলেছিল তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।