লন্ডন:  স্তন্যপান সপ্তাহে চারিদিকে যখন শিশুকে  এই দুধ খাওয়ানোর উপকারিতা নিয়ে প্রচার চলছে, তখনই লন্ডনে সন্তানকে দুধ খাওয়ানোর সময় অস্বস্তিতে পড়তে হল এক মহিলাকে। একবছরের একরত্তি শিশুকে প্রকাশ্যে স্তন্যপান করানোয় লন্ডনের যাদুঘরে মহিলাকে গা ঢাকা দেওয়ার নির্দেশ দিলেন সেখানকার কর্তৃপক্ষ। সেই নির্দেশ শুনে চুপ না থেকে কার্যত টুইটারে ফুঁসে উঠলেন ওই মহিলা।





টুইটারে ওই মহিলা তাঁর যাদুঘরে কাটানো কিছুমুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, সামান্য সেকেন্ডের জন্যে ছেলেকে স্তন্যপান করাতে গিয়ে তাঁর স্তন দেখা যায়। তত্ক্ষণাত্ তাঁকে শরীরে ওপরাংশ ঢাকা দেওয়ার নির্দেশ দেয় লন্ডনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট যাদুঘরের কর্তৃপক্ষ। তাঁদের এধরনের আচরনে রাগে ফেটে পড়েন ওই মহিলা।

তারপর তিনি যাদুঘরে থাকা 'ম্যানকাইন্ড', 'প্লুটো' এবং 'প্রসারপিনা' এবং 'ভার্চুমনাস' এবং 'পোমোনা'র ছবি দিয়ে লেখেন, ছবিগুলোতে সবই মহিলাদের উন্মুক্ত বক্ষদেশ দেখা যাচ্ছে। তারপরই মহিলার প্রশ্ন যাদুঘরে যদি মহিলাদের এধরনের ছবি থাকতে পারে, তাহলে একজন মা তাঁর সন্তানকে স্তন্যপান করালে, তারমধ্যে অশালীনতার কী আছে?







তারপর তিনি একথাও বলেন, তিনি যথেষ্ট সচেতনভাবেই তাঁর সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন, কিন্তু দুষ্টু ছেলের দুষ্টুমির জন্যে হয়তো ক্ষণিকের জন্যে তাঁর বক্ষ দেখা গিয়েছিল। আর তাতেই এধরনের শোরগোলে তিনি তাজ্জব।

মহিলার কথায়, তাঁকে ভদ্রভাবেই যাদুঘরের মহিলা কর্মী এসে বক্ষদেশ ঢাকতে বললেও, এই নির্দেশই তাঁর কাছে অসম্মানজনক। তবে টুইটারে এই ঘটনায় ক্ষোভ উগড়ে দেওয়ার পরে, মহিলার কাছে টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছেন যাদুঘরের ডিরেক্টর।