ইসলামাবাদ: দ্বিপাক্ষিক সম্পর্কের অচলাবস্থার জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান। পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেছেন, নয়াদিল্লি ‘সম্প্রসারণবাদী কৌশল’ দুই প্রতিবেশী দেশের গঠনমূলক সম্পর্কের পথে প্রধান ‘বাধা’। ৭০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে আব্বাসি দাবি করেছেন, সমতার ভিত্তিতে সমস্ত দেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় পাকিস্তান। তাঁর আরও দাবি, ভারতের সঙ্গে সমস্ত সমস্যার সমাধানের লক্ষ্যে অর্থবহ আলোচনা ও শান্তিপূর্ণ উপায় অবলম্বনের জন্য সব ধরনের প্রচেষ্টা করছে পাকিস্তান। কিন্তু ভারতের সম্প্রসারণবাদী কৌশল এর বাধা হয়ে উঠেছে।
চিনের উপপ্রধানমন্ত্রী ওয়াঙ ইয়াঙের উপস্থিতিতে তিনি এই কথা বলেছেন। উল্লেখ্য, পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইয়াঙ। তিনি তাঁর ভাষণে বলেছেন, কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ও চিন। ইয়াঙ আরও বলেছেন, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ চিন ও পাকিস্তানের এই বন্ধুত্ব আগামী দিনে আরও মজবুত হয়ে উঠবে।
অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী কাশ্মীর বিতর্কের সমাধানে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন।
স্বাধীনতা দিবসের ভাষণে সম্পর্কে অচলাবস্থার জন্য ভারতকে দায়ী করলেন পাক প্রধানমন্ত্রী
ABP Ananda, web desk
Updated at:
14 Aug 2017 03:46 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -