লন্ডন: ইংরেজিতে একটা বহুল প্রচলিত প্রবাদ আছে--  ‘ আ ডগ ইজ এ ম্যানস বেস্ট ফ্রেন্ড’। তবে, সারমেয়র একাধিপত্যে থাবা বসাতে পারে ছাগলও! সম্প্রতি, নতুন সমীক্ষায় উঠে এসেছে, মানুষের সঙ্গে  ভাব-বিনিময় স্থাপনে কুকুর বা ঘোড়ার তুলনায় কোনও অংশে কম নয় ছাগলও।


লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি গবেষণায় দেখেছেন যে, ছাগলরা যখন সমস্যায় পড়ে, তখন মানুষের দিকে চাউনি দিয়ে সাহায্য চেয়ে থাকে তারা। গবেষকরা একটি ছাগলকে একটি বাক্সের ঢাকনা সরিয়ে কোনও পুরস্কার হাসিল করার জন্য প্রশিক্ষণ দেন। চূড়ান্ত পরীক্ষায়, এমন ভাবে করা হয়, যাতে ছাগলটি ওই ঢাকনা সরাতে না পারে। দেখা যায়, ঢাকনা না সরাতে পেরে ছাগলটি পরীক্ষকদের দিকে চেয়ে বারবার তাঁদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে।

এক পরীক্ষক মুখ অন্য দিতে ফিরিয়ে নিলে, তখন ছাগলটি অন্য পরীক্ষকের দিকে চাইছে। অন্যতম গবেষক, ক্রিশ্চান নওরথ জানান, মানুষের দিকে তাকানোর সময় কুকুর আর ছাগলের মধ্যে কোনও তফাত নেই। গবেষকদের মতে, কৃষি হোক বা পোষ্য—যে সব জন্তু মানুষের সঙ্গে থাকতে অভ্যস্ত, মানুষের প্রতি তাদের আচরণও অনেকটাই এক।

বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষক অ্যালান ম্যাক এলিগট জানান, মনে রাখতে হবে, মানব সভ্যতার ইতিহাস খতিয়ে দেখলে, প্রায় ১০ হাজার বছর আগে প্রথম গবাদিপশু হিসেবে মানুষের কাছে ছিল ছাগলই।

দেখুন সেই পরীক্ষার ভিডিও:

[embed]

ভিডিও সৌজন্য: কিউএমইউএল/ইউটিউব