প্রিটোরিয়া: বান্ধবীকে হত্যার দায়ে ৬ বছরের জেল হল দক্ষিণ আফ্রিকার প্যারা অলিম্পিকে সোনার পদক জয়ী রানার অস্কার পিস্টোরিয়াসের৷ ২০১৩ সালের ১৪ই ফেব্রুয়ারি ব্লেড রানারের বান্ধবী রিভা স্টিনক্যাম্প খুন হন৷ অভিযোগ ওঠে বান্ধবীকে খুন করেছেন অস্কার৷ যদিও জেরায় ও আদালতে অস্কার দাবী করেন বাড়িতে কেউ ঢুকে পড়েছে ভেবে গুলি চালান তিনি। কিন্তু সেই গুলিতে রিভার মৃত্যু হয়। এরপর দীর্ঘ মামলার পর দক্ষিণ আফ্রিকার আদালত দোষী সাব্যস্ত করে ব্লেডরানারকে৷ শেষ শুনানির পর সম্ভাবণা ছিল ১৫ বছরের কারাবাসের৷ কিন্তু এদিনই বিচারপতি রায় ঘোষণার আগে জানিয়ে দেন, ১৫ বছরের জেল হবে না পিস্টোরিয়াসের৷ শেষ পর্যন্ত ৬ বছরের জন্য পিস্টোরিয়াসকে জেলে পাঠানোর রায় ঘোষণা করেন রিচারক।

পিস্টোরিয়াসের বিরুদ্ধে মামলা নিয়ে আগ্রহ ছিল সারা বিশ্বে। এদিন বিচারপতি থোকোজাইল মিসাপার রায় ঘোষণার সঙ্গে সঙ্গে এই মামলার যবনিকা পাত ঘটল।

হাইকোর্টের বিচারপতি মিসাপা সাজা ঘোষণা করতে গিয়ে বলেছেন, জনমত যতই প্রবল বা ধারাবাহিক হোক না কেন, তা আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে কোনও ভূমিকা পালন করতে পারে না।

এদিন সাজা ঘোষণার আগে নিজের আইনি দলের সদস্যদের আলিঙ্গন করেন ২৯ বছরের ব্লেড রানার। গত বছরের ডিসেম্বরেই তিনি একটি আপিল আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

সাজা পর্বের শুনানিতে পিস্টোরিয়াসের আইনজীবীরা জানান, শৈশবেই একটি পা বাদ দিতে হয়েছিল তাঁর। তাঁর এই শারীরিক অক্ষমতা ও মানসিক দিকটি বিবেচনা করে সাজার মেয়াদ হ্রাসের আর্জি জানান আইনজীবীরা। অন্যদিকে, সরকারি আইনজীবীরা সর্বোচ্চ ১৫ বছরের সাজার আর্জি জানান। তাঁদের যুক্তি ছিল, ঘটনার পর কোনও অনুতাপ ছিল না দোষীর।