গোবি মরুভূমিতে বিশ্বের বৃহত্তম ডাইনোসরের পায়ের ছাপ আবিষ্কার করলেন প্রত্নতত্ত্ববিদরা। পায়ের ছাপটি এতটাই বড়, যে, প্রায় একজন পূর্ণবয়স্ক মানুষের দৈর্ঘ্যের সমান। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্রজাতির ডাইনোসরের নাম টিটানোসর। সাধারণত ২০-৩০ মিটার উচ্চতা হত এই প্রজাতির। ৯০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে অস্তিত্ব ছিল বিশালাকৃতির এই ডাইনোসরের।
মঙ্গোলিয়া এবং জাপানের একদল প্রত্নতত্ববিদ আবিষ্কার করেন এই দৈত্যাকৃতি ডাইনোসরের পায়ের ছাপ। জানা গিয়েছে, পায়ের ছাপটি দৈর্ঘ্যে ১০৬ সেন্টিমিটার এবং প্রস্থে ৭৭ সেন্টিমিটার। ফুটপ্রিন্টের ছবি প্রকাশ করেছে ওকায়ামা ইউনিভার্সিটি অফ সায়েন্স।
প্রসঙ্গত, এর আগেও মঙ্গোলিয় প্রদেশের মরুভূমিতে মিলেছে ডায়নোসরের জীবশ্ম, পায়ের ছাপ।