ভারতের সার্জিক্যাল স্ট্রাইক ভুয়ো প্রমাণ করতে মরিয়া পাকিস্তান
Web Desk, ABP Ananda | 02 Oct 2016 10:47 PM (IST)
মান্ডহোলে (পাকিস্তান): পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকে সেনা জওয়ানদের সাতটি জঙ্গি লঞ্চপ্যাড তছনচ করে ৪০ জঙ্গি নিকেশ করার যে দাবি করেছে ভারত, তা খারিজ নস্যাৎ করার জন্য এক অভূতপূর্ব পন্থা নিল নওয়াজ শরিফ প্রশাসন। একেবারে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি দলকে তারা নিয়ন্ত্রণরেখার কাছে সেই জায়গায় নিয়ে যায়, যেখানে ভারতীয় সেনার স্পেশাল কম্যান্ডোরা ঢুকেছিল বলে দাবি করছে নয়াদিল্লি। পাকিস্তানের দাবি, ভারত ওই জায়গা দিয়ে ঢুকতেই পারে না। সংবাদসংস্থা সূত্রে খবর, ওই এলাকায় গিয়ে পাক সামরিক দল পাহাড়ের ওপরে থাকা ভারতীয় সেনা ছাউনিকে দেখিয়ে বলে, এখান থেকে নিয়ন্ত্রণরেখা টপকানো অসম্ভব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের ফলে কার্যত দিশেহারা হয়ে পড়েছে পাকিস্তান। ভারতের দাবিকে নস্যাৎ করতে এখন তারা উঠেপড়ে লেগেছে। আন্তর্জাতিক মহলকে তারা এটা বিশ্বাস করাতে চাইছে যে, ভারত যে দাবি করে আসছে, তা ভুয়ো। বিশেষ করে, যখন আন্তর্জাতিক মহল এই সার্জিকাল স্ট্রাইকের সঙ্গে ওসামা বিন লাদেনকে খতম করতে ২০১১ সালে পাকিস্তানের মাটিতে মার্কিন নৌসেনার সিল টিম সিক্স-এর বিখ্যাত অপারেশনের সঙ্গে তুলনা টেনে আনছে। যা ইসলামাবাদ প্রশাসনকে আরও অস্বস্তিতে ফেলে দিয়েছে।