ইসলামাবাদ: পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য বলে দেওয়ার পর খুশি বিরোধী দলগুলি। শরিফকে ইস্তফা দিতে হয়েছে।


বিরোধীরা শরিফের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ের পর যাবতীয় কৃতিত্ব দিচ্ছে প্রাক্তন টেস্ট ক্রিকেট অধিনায়ক-রাজনীতিক ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফকে। শরিফের বিরুদ্ধে পানামা পেপার্স কাণ্ডে দুর্নীতির অভিযোগ নিয়ে আদালতের লড়াইয়ে প্রধান ভূমিকা ছিল তাদেরই।

শরিফের ইস্তফার পর ট্যুইটে ইমরানের দলের প্রতিক্রিয়া, গডফাদারের জমানার অবসান হল চিরতরে। জয় হল সত্য, ন্যয়বিচারেরই। তাদের আরও ট্যুইট, গডফাদারের সঙ্গী অর্থমন্ত্রী ইশাক দারেরও পানামাগেট মামলায় মন্ত্রী থাকার অধিকার খারিজ হয়ে গিয়েছে।




ইমরানের দল, আওয়ামি মুসলিম লিগ ও জামাত-ই-ইসলামির পেশ করা পিটিশনের ভিত্তিতেই গত অক্টোবরে পাক সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হয়।

ইমরানের পার্টির ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি সুপ্রিম কোর্টের রায় বেরনোর পরই সাংবাদিক বৈঠকে বলেন, আজ একটা ঐতিহাসিক দিন। আসুন পাকিস্তানকে শক্তিশালী করে তুলি। সন্ত্রাসবাদকে দেশ থেকে বিদেয় করি। এই সুযোগে সশস্ত্র বাহিনী, পুলিশ ও অন্যান্য আইন রূপায়ণকারী প্রতিষ্ঠানগুলির প্রতি কৃতজ্ঞতা জানাই। জেআইটি সদস্যদেরও ধন্যবাদ দিতে চাই প্রভাবশালীদের চাপের কাছে মাথা নত না করে ন্যায়ের পথে অটল থাকায়।

ইমরানের সুখ্যাতি করেন পাকিস্তান পিপলস পার্টির নেতা জামান কায়রা। বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত রায়ই এসেছে। সব বিরোধী দল নিজ নিজ ভূমিকা পালন করেছে, তবে বিষয়টি আদালতে নিয়ে গিয়ে দীর্ঘ আইনি মামলা লড়ার কৃতিত্ব প্রাপ্য ওঁর দলের।