সিওল: ভোটপ্রচারে দেওয়া প্রতিশ্রুতি মেনে একটি পরিত্যক্ত কুকুর দত্তক নিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়-ইন। সে দেশে কুকুর মেরে খাওয়ার চল রয়েছে আজও। এই কুকুরটিরও সেই পরিণতিই হতে চলেছিল সম্ভবত। তাকে বাঁচাতেই দত্তক নিলেন প্রেসিডেন্ট।
এক ব্যক্তির কাছ থেকে সেটি কিনে নেওয়া হয়েছে। লোভ দেখিয়ে বেওয়ারিশ কুকুর ডেকে এনে অত্যাচার করে মেরে খেয়ে ফেলাই লোকটির নেশা।
৪ বছরের সংকর কুকুরটির নাম টোরি। প্রেসিডেন্টের দুই পোষ্য, মেরু নামে একটি কুকুর ও জিংজিং নামে বিড়ালের নতুন খেলার সঙ্গী হল সে।
প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র বলেছেন, মুনের এহেন দৃষ্টান্তে জন্তুজানোয়ারকে বিদেয় করে দেওয়ার ব্যাপারে সচেতনতার প্রসার হবে।
মে মাসে প্রেসিডেন্ট হন মুন। প্রচারের সময় তাঁকে পশুদের দেখভাল করা সংগঠনের লোকজন তাঁদের কিছু জন্তুজানোয়ার দত্তক নেওয়ার অনুরোধ করেছিল। তিনি টোরিকে দত্তক নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
প্রেসিডেন্টের এহেন পদক্ষেপ সম্পর্কে আপনার কী মনে হয়? জানান নীচের কমেন্টস বক্সে
কেটে খাওয়া থেকে বাঁচাতে কুকুর দত্তক নিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট!
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jul 2017 02:21 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -