মস্কো: উড়ানের সময় দরজা খুলে বিপত্তি। রাশিয়ার একটি পণ্যবাহী বিমান থেকে মাটিতে ছড়িয়ে পড়ল রাশি রাশি সোনা-দানা। গত ১৫ মার্চ ইয়াকুতস্ক বিমান বন্দরে এই ঘটনা ঘটেছে। নিম্বাস এয়ারলাইনের অ্যান-১২ কার্গো বিমানে ক্রাসনোইয়ারস্কে    নিয়ে যাওয়া হচ্ছিল সোনা, প্ল্যাটিনাম এবং হীরে সহ নয় টন দামী ধাতু। উড়ানের সময় তীব্র হাওয়ায় বিমানের দরজার হ্যাচ খুলে যায়। ফলে রানওয়ে জুড়ে ছড়িয়ে পড়ে প্রচুর সংখ্যায় সোনার বার। বিমানটি ইয়াকুতস্কের ১৬ কিমি উত্তর-পশ্চিমে মাগান বিমানবন্দরের পাশে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে এয়ারফিল্ডটি ঘিরে ফেলে। ৩.৪ টন ওজনের ১৭২ টি সোনার বার উদ্ধার হয়েছে। তল্লাশি এখনও চলছে। অভ্যন্তরীন মন্ত্রকের সূত্র উল্লেখ করে এ কথা জানিয়েছে সংবাদসংস্থা। এভাবে জরুরি অবতরণ করতে বাধ্য হওয়ায় বিমানের কর্মীরা কোনওক্রমে আঘাত এড়াতে সক্ষম হয়েছেন।
পরে সংবাদ সংস্থা জানিয়েছে, ছড়িয়ে যাওয়া সবকটি সোনার বারই উদ্ধার করা হয়েছে।
একটি হিসেব অনুযায়ী, ৩৭৮ মার্কিন ডলার মূল্যের মহার্ঘ ধাতু ছিল ওই বিমানটিতে। ওই পণ্য ছিল চুকোটা মাইনিংয়ের এবং সোনাদানা এসেছিল আনা হয়েছিল রাশিয়ার চুকোটা অটোনোমাস ওক্রুগের বিলিবিনস্কি জেলার কুপোল খনি থেকে।