নিউ ইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সংস্থাগুলিকে ভারতে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিউ ইয়র্কে একটি বাণিজ্যিক অনুষ্ঠানে বলেছেন, ‘আপনারা যদি এমন একটি বাজারে বিনিয়োগ করতে চান যেখানে পাল্লা আছে, তাহলে ভারতে আসুন। আপনারা যদি একটি বিশাল বাজারে ব্যবসা শুরু করতে চান, তাহলে ভারতে আসুন। আপনারা যদি বিশ্বের সর্ববৃহৎ পরিকাঠামো বাস্তুতন্ত্রে বিনিয়োগ করতে চান, তাহলে ভারতে আসুন।’

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘চলতি মাসের শুরুতেই ভারতে কর্পোরেট কর কমিয়ে বিশ্বের বৃহত্তম আর্থিক শক্তিধর দেশগুলির সমান করা হয়েছে। ভারতে পরিকাঠামোর উন্নতিতে বিপুল অর্থ বিনিয়োগ করা হচ্ছে। গত পাঁচ বছরে অর্থনীতিতে এক লক্ষ কোটি মার্কিন ডলার যুক্ত হয়েছে। আগামী পাঁচ বছরে পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভারতে করব্যবস্থার সংস্কার চলবে। ভারতে গণতন্ত্র,  রাজনৈতিক স্থিতাবস্থা, অনুধাবনযোগ্য নীতি ও বিনিয়োগের নিরপেক্ষ বিচারব্যবস্থার নিশ্চয়তা রয়েছে। ভারতে প্রতিরক্ষা ক্ষেত্রেও বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে।’