প্যারিস: ফ্রান্সে বিপুল অঙ্কের জরিমানার মুখে পড়তে হল গুগলকে। ফ্রান্সের কম্পিটিশন অথরিটি ৫৯৩ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করছে গুগলকে। ফরাসি নিয়ামক সংস্থা গুগলকে সংবাদমাধ্যম কোম্পানিগুলির সঙ্গে তাদের খবর ব্যবহার করার জন্য অর্থ প্রদানের ক্ষেত্রে সততার সঙ্গে আলোচনা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে এই জরিমানা ধার্য করেছে।  সংস্থার প্রধান ইসাবেলে ডি সিলভা বলেছেন,  নিয়ম পালনে ব্যর্থতার জন্য এই প্রথম কোনও কোম্পানিকে এত বিপুল পরিমাণ জরিমানা করা হয়েছে।  


সংস্থার এই নির্দেশ তাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই নির্দেশে সংস্থা মার্কিন ইন্টারনেট কোম্পানিকে মিডিয়া প্রকাশকদের খবরের বর্তমান ব্যবহারের জন্য নির্দিষ্ট অর্থ প্রদান করতে বলা হয়েছে। নাহলে দৈনিক  ৯ লক্ষ ইউরো পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। 


স্বাভাবিকভাবেই ফ্রান্সের কম্পিটিশন অথরিটির এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে গুগল। কোম্পানির এক মুখপাত্র বলেছেন, আলোচনার পুরো পর্বই আমরা সততার সঙ্গেই করেছি। এক্ষেত্রে আমরা যে চেষ্টা করেছি, তা এই জরিমানার সিদ্ধান্তে প্রতিফলিত হয়নি। সেইসঙ্গে আমাদের প্ল্যাটফর্মে খবর সংক্রান্ত বিষয়বস্তু ব্যবহারের বাস্তব দিকটিও এই সিদ্ধান্তে প্রতিফলিত হয়নি। 


ওই মুখপাত্র আরও বলেছেন, ২০২০-র মে থেকে সেপ্টেম্বরের মধ্যে যে আলোচনা হয়েছিল, সেই সম্পর্কেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর থেকেই আমরা প্রকাশক ও সংবাদসংস্থাগুলির সঙ্গে সহমত উপনীত হওয়ার প্রচেষ্টা চালিয়েছি। 


বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলে এসেছে। বিভিন্ন মিডিয়া গোষ্ঠীর দাবি, গুগলে সার্চ করে যে খবর, ছবি ও ভিডিও দেখা যায়, তা মিডিয়া গোষ্ঠীগুলির। কিন্তু এজন্য অনলাইনে বিজ্ঞাপন থেকে আয় হলেও গুগল পর্যাপ্ত অর্থ দেয় না।   ইউরোপীয় ইউনিয়নের আইন সংক্রান্ত ডিজিটাল কপিরাইট গুগল মানতে অস্বীকার করায়  ২০২০-এর এপ্রিলে ফ্রান্সের কম্পিটিশন অথরিটি গুগলকে মিডিয়া গোষ্ঠীগুলির সঙ্গে সততার সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দিয়েছিল। 


কিন্তু গত সেপ্টেম্বরে ফরাসি  সংবাদসংস্থা সহ সংবাদ প্রকাশকরা নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ দায়ের করে বলে যে, ওয়েব সার্চে বিষয়বস্তু দেখানোর জন্য অর্থ প্রদানের ব্যাপারে এগিয়ে আসতে অস্বীকার করেছে গুগল। এই বিতর্কের ফলশ্রুতিতেই গুগলকে মোটা অঙ্কের জরিমানা করল ফরাসি কম্পিটিশন অথরিটি।