জেনিভা: সারা বিশ্বে ভয়াবহ আকার নিয়েছে করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট। নতুন এই স্ট্রেন অবিশ্বাস্য গতিতে মানুষকে সংক্রমিত করে চলেছে। এমনই সতর্কবাণী শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) মহাসচিব তেদরস আধানোম ঘেব্রিয়েসাস।
তিনি বলেন, গত চার সপ্তাহ ধরে বিশ্বে ফের কোভিড সংক্রমণ ফের বাড়ছে। তিনি বলেন, ১০ সপ্তাহ কমার পর গত চার সপ্তাহ ধরে লাগাতার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার।
২০২০ সালের অক্টোবরে প্রথমবার এই ভাইরাসের খোঁজ মেলে ভারতে। এখনও পর্যন্ত এটি বিশ্বের ১০৪টি দেশে ছড়িয়ে পড়েছে। হু-র শীর্ষকর্তা বলেন, তীব্র গতিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভেরিয়েন্ট। যেখানেই যাচ্ছে, সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাচ্ছে।
বিশ্বের অনেক দেশ কোভিড নিষেধাজ্ঞা শিথিল করেছে। কেউ কেউ শিথিল করার কথা ভাবছে। আবার কোনও কোনও দেশ নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে।
হু-র মহাসচিবের মতে, এই পরিস্থিতিতে কোনওভাবে রাশ আলগা করলেই বিপদ। কোনও অবস্থাতেই এখন নিষেধাজ্ঞা শিথিল করা উচিত নয়। নচেৎ, ভাইরাস আরও মারণ আকার নেবে।
তিনি যোগ করেন, এখনও বিশ্বের অধিকাংশ দেশেই টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এমনকী, বহু দেশে এই প্রক্রিয়া কাঙ্খিত পর্যায়তেও পৌঁছতে পারেনি।
এছাড়া, অনেক দেশে ভ্যাকসিনের সরবরাহ ঠিকমতো সম্ভব হচ্ছে না। ফলে, এমতাবস্থায়, নিষেধাজ্ঞা শিথিল করলে বিপদ আরও ঘনীভূত হবে।
তিনি বলেন, এখন সকলের উচিত একসাথে হাতে হাত মিলিয়ে এই বিশ্বসকে কোভিড মুক্ত করা। তেদরসের মতে, ভাইরাসের মোকাবিলা করার বিষয়টা হলো অনেকটা দাবানলের মোকাবিলা করার মতো। একটা অংশে জল ঢাললে সেখানে হয়ত শিখা নিভে গেল, কিন্তু, অন্যত্র আগুন ভেতরে ধিকি-ধিকি জ্বলতে থাকবে। সময় আসতেই তা আবার রুদ্ররূপ নেবে।
অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে তিনি সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বলেন, এই অতিমারীর আগুন নেভাতে সকলকে ভ্যাকসিন একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার আর্জি জানাচ্ছি।
এখানে বলে রাখা প্রয়োজন, মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪০ লক্ষ ৩৬ হাজার ৯০০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৭১ লক্ষ ৬৭ হাজার ৭৪৩।