ইসলামাবাদ: তেহরিক-ই-লাবাইক সহ একাধিক কট্টরপন্থী সংগঠনের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। নামল সেনা। মৃত্যু এক পুলিশকর্মীর, আহত বহ মানুষ। বিক্ষোভকারীদের সরাতে ছোড়া হয় কাঁদানে গ্যাস, জলকামান, রবারের বুলেট। পাল্টা পুলিশের দিকে ধেয়ে আসে ইট, পাথর। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে করাচি, লাহৌর, রাওয়ালপিন্ডি ও পেশোয়ার সহ অন্য শহরগুলিতেও। পাক সরকার সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যম ব্লক করে দিয়েছে।
পাক আইনমন্ত্রী জাহিদ হামিদের অপসারণের দাবিতে গত কয়েকদিন ধরেই ইসলামাবাদের মূল রাস্তাগুলি অবরোধ করে রেখেছে কট্টরপন্থী তেহরিক-ই-লাবাইক। ফৈজাবাদ অঞ্চলে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে তারা। শনিবার পুলিশ তুলতে গেলেই শুরু হয় সংঘর্ষ। ফলে অগ্নিগর্ভ চেহারা নেয় পাকিস্তানের রাজধানী। সংঘর্ষে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে এবং বহু মানুষ জখম হয়েছেন বলে জানা গিয়েছে। শিয়ালকোটে আইনমন্ত্রীর বাসভবনে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।
স্থানীয় সূত্রে খবর, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবন, বিচার বিভাগের প্রধান দফতর, পার্মামেন্ট, দূতাবাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনগুলির নিরাপত্তার জন্য ইসলামাবাদে সেনা নামানো হয়েছে। দেশের রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ও অন্য বাহিনীগুলিকে সাহায্য করবে সেনা।
কট্টরপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে নামল সেনা
Web Desk, ABP Ananda
Updated at:
25 Nov 2017 10:25 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -