আম্মান: নিজের ফেসবুক অ্যাকাউন্টে জিহাদিদের বিদ্রূপ করে কার্টুন পোস্ট করেছিলেন। এই ‘অপরাধে’ গ্রেফতার হয়েছিলেন আগেই। আর এবার আদালতে ঢোকার মুখে খুনই হয়ে গেলেন জর্ডনের স্বনামধন্য সাহিত্যিক নাহেদ হাত্তার। রবিবার আম্মানের আবদালি জেলা আদালতে ঢোকার সময় এক বন্দুকবাজ গুলি করে মেরেছে তাঁকে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার আগেই হাজারো চোখের সামনে পরপর তিনটি গুলিতে এফোঁড় ওফোঁড় হয়ে যান বিখ্যাত ওই সাহিত্যিক।
৫৬ বছরের এই খ্রিস্টান সাহিত্যিক গ্রেফতার হন অগাস্টের ১৩ তারিখ। ফেসবুকে জিহাদিদের বিদ্রূপ করে তাঁর পোস্ট ভাল চোখে দেখেনি জর্ডন সরকার। সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অপমানের সম্মুখীন হয়ে পোস্টটি সরিয়ে দেন তিনি। কিন্তু জাতিবিদ্বেষ ছড়ানো ও ইসলামকে অপমানের অভিযোগে তাঁকে জেলে পোরে সরকার। সেপ্টেম্বরের শুরুতে জামিন পান নাহেদ।
জর্ডন সরকার গোটা মামলার ওপর ব্ল্যাকআউট জারি করায় বিষয়টি নিয়ে তেমন কিছু জানা যায়নি। এরপর এদিন রবিবার কট্টরপন্থীদের হাতে প্রাণ দিয়ে জিহাদি বিরোধী কার্টুন আঁকার মূল্য দিলেন তিনি।
ইরাক, সিরিয়ায় আইএসআইএস বিরোধী লড়াইয়ে আমেরিকার বড় সঙ্গী জর্ডন। ২১ জুন এ দেশে আত্মঘাতী বোমা হামলায় ৭জন সীমান্তরক্ষীর মৃত্যু হয়। আইএস জঙ্গিদের বিরুদ্ধে জর্ডন বিমানহানাও করেছে। কিন্তু তারপরেও তাদের দেশেই এক লেখকের এমন প্রকাশ্য খুন বুঝিয়ে দিল, প্রদীপের নীচেতেই জমা হয়ে আছে সবটুকু অন্ধকার।