কাবুল: ফের জঙ্গি হামলায় রক্তাক্ত আফগানিস্তান। এবার কাবুলের একটি সামরিক হাসপাতালে চিকিৎসকের বেশে হামলা চালায় জঙ্গিরা। অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৫০। হামলার দায় স্বীকার করল ইসলামিক স্টেট।


আফগান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জেনারেল দৌলত ওয়াজিরি জানান, কয়েকজন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী এদিন সর্দার মহম্মদ দাউদ খান হাসপাতালে ঢুকে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে দেয়। একইসঙ্গে, বিস্ফোরণের শব্দও শোনা যায়।


হাসপাতালের এক কর্মী জানান, হামলাকারীরা চিকিৎসকের সাদা কোট পরে ঢোকে। প্রথমেই তাঁকে ও কয়েকজন সহকর্মীকে গুলি করে। ওই কর্মী যোগ করেন, হামলার সময় তিনি অপারেশন থিয়েটারের কাছে ছিলেন। সেখানে সাতজন রোগীও ছিলেন।


জানা গিয়েছে, ৪০০ শয্যার এই সামরিক হাসপাতালটি ওয়াজির আকবর খান এলাকায় অবস্থিত। এর পাশে, আরও ২ অসামরিক হাসপাতাল রয়েছে। এছাড়া, ওই অঞ্চলে বহু দূতাবাসও রয়েছে। ফলে, এমনিতে সেখানে নিরাপত্তা জোরদার থাকে।


স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র ইসমাইল কাবাসি বলেন, হামলায় ৩০ জনের মৃত্যু হয়েছে। আরও ৫০ জন আহত। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে।


হামলার কিছুক্ষণের মধ্যেই সামরিক হাসপাতাল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। প্রায় ছ'ঘণ্টা ধরে জঙ্গিদের সঙ্গে ওয়াজিরি ও আফগান ফোর্স নিয়ে গঠিত যৌথ বাহিনীর গুলি বিনিময় হয়।


শেষ খবর মেলা পর্যন্ত, এক আত্মঘাতী জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়। আরেকজনকে খতম করে বাহিনী। অন্যদিকে, একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন, তিনজন জখম হয়েছেন।