ওয়াশিংটন:  মার্কিন অর্থনীতি থেকে বিদেশীদের বের করে সেখানকার বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে এবার শুধু উদ্বাস্তু বা শরণার্থী নয়, এইচওয়ান বি ভিসা হোল্ডারদের স্বামী বা স্ত্রীর ওপরও পড়তে পারে কোপ।


সূত্রের খবর, সম্প্রতি ডিপার্টমেন্ট অফ জাস্টিস ওয়াশিংটন ডিসির আদালতে একটি মামলা দায়ের করে। সেখানে ওবামা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া নীতিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা দায়ের করা হয়। এই নীতি অনুযায়ী এইচ ওয়ান বি ভিসা হোল্ডারদের স্বামী বা স্ত্রী যাঁদের কাছে এইচ-৪ ভিসা রয়েছে, তাঁরা সেখানে কাজ করতে পারবেন।

হাজার খানেক ভারতীয় এই নীতির আওতায় উপকৃত হয়েছিল এবং ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বলবৎ হয় এই নীতি। তবে এই নীতি চালুর সঙ্গে সঙ্গে 'সেভ জবস ইউএসএ' নামের এক সংগঠন সেখানকার জেলা আদালতে মামলা করে। তখন আদালত যদিও সেভ জবস-এর আর্জি খারিজ করে বলে দেয়, এই মামলা ভিত্তিহীন। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ফের 'সেভ জবস' আদালতে আর্জি জানায়, এই নীতির ওপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়। আর সঙ্গে সঙ্গেই তারা ডিপার্টমেন্ট অফ জাস্টিসের থেকে সমর্থনও পেয়ে যায়। আপাতত ষাট দিন সময় চাওয়া হয়েছে, এই নীতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।