লাহৌর: ফের পেশোয়ার স্কুল হামলার ছায়া পাকিস্তানের স্কুলে। পাক পঞ্জাব প্রদেশের একটি স্কুলে হামলা চালানোর চেষ্টা করল ২ সশস্ত্র জঙ্গি। তাদের গুলিতে আহত হন এক পাহারাদার। তবে নিরাপত্তারক্ষীদের প্রতিরোধে তারা স্কুলে ঢুকতে পারেনি।
জানা গেছে, বাহাওয়ালনগরের হারুনাবাদ এলাকায় ওই বেসরকারি স্কুলে হামলা করার চেষ্টা করে ২ জঙ্গি। গুলি ছুঁড়তে ছুঁড়তে স্কুলে ঢোকার চেষ্টা করে তারা। স্কুল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পড়ুয়ারা নিরাপদেই বেরিয়ে যায়। তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় ভয়াবহ কিছু ঘটেনি। যদিও জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন ১ পাহারাদার।
২০১৪-র ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে হামলা চালায় তেহরিক ই তালিবান জঙ্গিরা। এতে ১৪১জনের মৃত্যু হয়, মৃতদের মধ্যে ১৩২জন স্কুল পড়ুয়া।
পাকিস্তানে স্কুলে হামলা সশস্ত্র জঙ্গিদের, বাঁচল পড়ুয়ারা
ABP Ananda, Web Desk
Updated at:
31 Oct 2016 01:06 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -