লন্ডন: কুর্দিস্তান সীমান্ত। চার গাড়ির কনভয়ে করে টহল দিতে বেরিয়েছিল উত্তর ইরাকে অবস্থানরত ব্রিটিশ ফৌজ। ঠিক সে সময় আইএস হামলা। বোমা মেরে কনভয় থামিয়ে দেয় জনাপঞ্চাশেক আইএস জঙ্গি। ব্রিটিশ সেনারা গাড়ি ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করলে হামলা চলে পিছন থেকেও।
যে কোনও মুহূর্তে টুকরো টুকরো হতে হবে আইএসের হাতে। এই পরিস্থিতিতে ওই কনভয়েই থাকা এক মার্কিন সেনা কী ভেবে আইএস জঙ্গিদের ওপর ছেড়ে দেন তাঁদের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটিকে। ভয়াবহ গর্জন করে ক্রুদ্ধ অ্যালসেশিয়ান আইএস জঙ্গিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কামড়ে, খাবলে ক্ষতবিক্ষত করে দেয় তাদের।
এ ধরনের হিংস্র কুকুরের মুখোমুখি হওয়ার প্রশিক্ষণ নির্মম আইএসেরও সম্ভবত ছিল না। কোনওরকম লড়াই দেওয়ার চেষ্টা না করেই চম্পট দেয় তারা। কুকুরটি অক্ষত অবস্থায় ফিরে আসে মালিকের কাছে। স্বাভাবিকভাবেই এখন সে ব্রিটিশ সেনার কাছে নায়কের সম্মান পাচ্ছে। ইরাক ও আফগানিস্তানে জঙ্গি হামলা থেকে সেনাদের জীবন বাঁচাতে কুকুরের ব্যবহার সম্ভবত এই প্রথম।
আইএস জঙ্গিদের হাত থেকে ব্রিটিশ সেনাবাহিনীকে কে বাঁচাল জানেন? একটি অ্যালসেশিয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2016 08:42 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -