তাঁরা উত্তর কোরিয়া সফরে আসা নোবেল প্রাপকদের একটি দলের সঙ্গে ছিলেন। শুক্রবার তাঁদের সে দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু বিমারনবন্দরে তাঁদের আটকে রেখে দীর্ঘ জেরা করে আজ বহিষ্কার করা হয় বলে ও রিয়ং জানিয়েছেন। ফের কোনওদিন তাঁরা উত্তর কোরিয়ায় ঢুকতে পারবেন না। রুপার্ট ক্ষমা চেয়েছেন বলেও দাবি রিয়ং-এর।
বিবিসি জানিয়েছে, রুপার্টের প্রডিউসার মারিয়া বায়ার্ন ও ক্যামেরাম্যান ম্যাথিউ গডার্ডকেও আটক করে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকেলে বিমানে বেজিং পৌঁছেছেন তিনজন। আমরা এ ঘটনায় খুবই হতাশ, বলেছে বিবিসি।
ঘটনাচক্রে উত্তর কোরিয়া গত ৩৬ বছরে আয়োজিত প্রথম পার্টি কংগ্রেস কভার করতে শতাধিক বিদেশি সাংবাদিককে সে দেশে আসার ছাড়পত্র দিলেও মূল অনুষ্ঠানস্থলের ধারেকাছে তাঁদের ঘেঁষতে দেওয়া হচ্ছে না বলেই শোনা যাচ্ছে। পরিবর্তে বিদেশি সাংবাদিকদের বাছাই করা কয়েকটি জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।