মুম্বই সন্ত্রাসের মাস্টারমাইন্ড হাফিজের দাবি, যাদের দেশ ছাড়া নিষিদ্ধ, সেই অপরাধীদের তালিকা থেকে তার নাম যত তাড়াতাড়ি সম্ভব তুলে নিতে হবে। কারণ সে কারও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক নয়, তার দলও যুক্ত নয় কোনও জঙ্গি কার্যকলাপে।
২০০৮ সালে ছাব্বিশ এগারোর মুম্বই সন্ত্রাসে ১৬৬জনের মৃত্যু হয়। কিন্তু পাক অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরি নিসার আলি খানকে হাফিজ যে চিঠি লিখেছে, তাতে পরিষ্কার, তার বিরুদ্ধে ভারতের যে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, তা গণ্য করে না সে। সে লিখেছে, জেইউডি পাকিস্তানে কখনও কোনও জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল না, সন্ত্রাসবাদ বা সম্পত্তির ক্ষয়ক্ষতি- এই সংগঠনের নামে এমন কোনও অভিযোগ নেই। কেন্দ্রীয় বা প্রাদেশিক- কোনও সরকারই তার বিরুদ্ধে আদালতে কোনও সাক্ষ্যসাবুদ হাজির করতে পারেনি। অতএব তার দেশের বাইরে যাওয়ার ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করা হোক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের পর পরই হাফিজকে ‘গৃহবন্দি’ করে পাক প্রশাসন। সেই অবস্থাতেই সাংবাদিক বৈঠক করে সে দাবি করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাপে ও ট্রাম্পের উসকানিতে তাকে এভাবে ‘আটকে’ রাখা হয়েছে।