নয়াদিল্লি: বয়স মোটে ৭ বছর। এর মধ্যেই ট্যাবলেট আর রোবটের কাজকর্ম নিয়ে ভীষণ উৎসাহিত ব্রিটেনের হিয়ারফোর্ডের বাসিন্দা ক্লো ব্রিজওয়াটার। ব্যাপারটা আরও গভীরে গিয়ে বোঝার জন্য গুগলে একটা চাকরির তার খুব দরকার। এ জন্য অ্যাপ্লাইও করে ফেলেছে সে। একেবারে সিইও সুন্দর পিচাইয়ের কাছে।
ক্লো চিঠিতে লিখেছে, বড় হয়ে গুগলে কাজ করতে চায় সে। তবে চকোলেট কারখানায় কাজ করতেও ইচ্ছে করে। আর ইচ্ছে করে অলিম্পিক সাঁতারু হতে। প্রতি শনি, মঙ্গলবার সাঁতার শিখতে যায় সে। পাশাপাশি কম্পিউটারও পছন্দ ৭ বছরের মেয়েটির। নিজের একটা ট্যাবলেট আছে, তাতে সে গেম খেলতে ভালবাসে। বাবা বলেছেন, তাকে একটা কম্পিউটার কিনে দেবেন। স্কুলের দিদিমণিরা তার বাবা মাকে বলেছেন, সে পড়াশোনায় ভাল। ভাল বানান করতে, পড়তে পারে, অঙ্কেও মাথা খোলে তার। বাবা বলেছেন, এভাবে পড়াশোনা করতে থাকলে একদিন না একদিন গুগলে চাকরি করবে সে।
ক্লো জানিয়েছে, তার ৫ বছরের বোন মলিরও খুব বুদ্ধি। তবে সে সাজতে গুজতে আর পুতুল খেলতে ভালবাসে। বাবাই তাকে বলেছেন, চাকরির জন্য গুগলে অ্যাপ্লাই করতে।
ছোট্ট মেয়ের চিঠির জবাব দিয়েছেন সুন্দর পিচাই। লিখেছেন, পরিশ্রম করলে গুগলে চাকরি থেকে অলিম্পিকে সাঁতার- সব করতে পারবে সে। আর স্কুলের পড়াশোনাটা আগে শেষ করুক। তারপর তার চাকরির আবেদন বিবেচনা করবেন তিনি।
গুগলে চাকরি চেয়ে চিঠি লিখল ৭ বছরের মেয়ে, জবাব দিলেন সুন্দর পিচাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Feb 2017 01:16 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -