রাওয়ালপিন্ডি: কুলভূষণ যাদবের স্ত্রী ও মা পাক প্রশাসনের হাতে লাঞ্ছিত হয়েছেন। এতে বেজায় খুশি হয়েছে হাফিজ সইদ। লস্কর ই তৈবার এই প্রতিষ্ঠাতা এ জন্য প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে।


এ ব্যাপারে প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, হাফিজ ও তার ডান হাত আমির হামজা এক জনসভায় বক্তৃতা দিচ্ছে। রাওয়ালপিন্ডিতে পাক সেনার সদর দফতর থেকে মেরে কেটে ৩ কিলোমিটার দূরে হচ্ছে এই সভা। সেখানে হাফিজ আইএসআই-এর উচ্ছ্বসিত প্রশংসা করছে কুলভূষণের স্ত্রী চেতনকুলের জুতোয় ধাতব বস্তু ‘দেখতে পাওয়া’র জন্য।

আইএসআই-এর নজরের সঙ্গে হাফিজ চিতার দৃষ্টির তুলনা করেছে। তার মন্তব্য, যে মুহূর্তে আইএসআই দেখেছে, চেতনকুলের জুতো একটু অন্যরকম, তখনই পাল্টাতে বলেছে। ওরা কী দুর্দান্ত বুদ্ধিমান।

আবার হামজা উচ্ছ্বসিত, কুলভূষণের সঙ্গে তাঁর মা ও স্ত্রীর সাক্ষাৎ স্বাভাবিকভাবে হয়নি বলে। তার কথায়, ভারত পাকিস্তানকে অনুরোধ করেছিল যাতে কুলভূষণের মা ও স্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে পারেন। পাকিস্তান দয়া দেখিয়ে তাঁদের আমন্ত্রণ করে। ভারত ভেবেছিল এই দেখাসাক্ষাৎ হবে মুখোমুখি, আরাম করে সোফায় বসে। কিন্তু আইএসআই তা হতে দেয়নি। বলেছে হামজা।