শিকাগো: ফের মার্কিন যুক্তরাষ্ট্রে খুন হলেন এক ভারতীয়। ইলিনয়েস প্রদেশের ডলোটনে একটি গ্যাস স্টেশনে ডাকাতদের গুলিতে মৃত্যু হল ভারতীয় ছাত্র আর্শাদ ভাহোরার (১৯)। তাঁর বাড়ি গুজরাতের নাদিয়াদে। তাঁর এক আত্মীয় ডাকাতদের গুলিতে জখম হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি।
তদন্তকারীরা জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ ওই গ্যাস স্টেশনে হানা দেয় ডাকাতদল। আর্শাদ ও তাঁর আত্মীয়কে গুলি করে পালিয়ে যায় ডাকাতরা। এই ঘটনার ভিডিও ফুটেজের খোঁজ করছেন তদন্তকারীরা। ডাকাতদের এখনও পর্যন্ত চিহ্নিত বা গ্রেফতার করা যায়নি। তাদের বিষয়ে কোনও তথ্য দিলে ১২,০০০ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে প্রশাসন।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক ভারতীয় খুন হয়েছেন। এ মাসের ১৫ তারিখ ওহিওতে ডাকাতদের গুলিতে নিহত হন করুণাকর কারেঙ্গলে নামে এক ভারতীয়। কিছুদিন আগেই শিকোগোতে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে জখম হন এক ভারতীয় ছাত্র। এ বছরের ফেব্রুয়ারিতে কানসাসে খুন হন সফটঅ্যয়ার ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা। তার কিছুদিন পরেই কেন্টে গুলিবিদ্ধ হন এক শিখ ব্যক্তি। এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৮,৪৯১টি গুলি চালানোর ঘটনা নথিবদ্ধ করা হয়েছে। গুলিতে নিহত হয়েছেন ১৪,৭৬৩ জন এবং ২৯,৮৮৮ জন জখম হয়েছেন।
আমেরিকায় ডাকাতদের গুলিতে নিহত ভারতীয় ছাত্র
Web Desk, ABP Ananda
Updated at:
29 Dec 2017 08:35 PM (IST)
ছবি সৌজন্যে ফেসবুক
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -