২০০৮-এর মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাথা হাফিজ এদিন লাহোরে এক জনসভায় বলেছেন, কাশ্মীর মিছিল প্রথম পর্যায়ে ইসলামাবাদ যাচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি ও সেনেটের সদস্যদের বিবেক জাগ্রত করতে যাতে তাঁরা কাশ্মীরীদের সমর্থনে সরব হন। পরবর্তী পর্যায়ে কাশ্মীরীদের স্বাধীনতার দাবি জোরদার করতে সেই মিছিল যাবে পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ ও চাকোতিতে। আর তৃতীয় দফায় আমরা যাব অধিকৃত কাশ্মীরে। যতদিন না কাশ্মীরীরা স্বাধীনতা পান, ততদিন মিছিল চলবে।
কাশ্মীর নিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করতেও পাকিস্তান সরকারকে তাগাদা দিচ্ছেন হাফিজ, যাঁর মাথার দাম ইতিমধ্যেই ১ কোটি মার্কিন ডলার ঘোষিত হয়েছে। তাঁর দাবি, ভারতের সঙ্গে অবিলম্বে কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করুক পাক সরকার, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে, ভারত থেকে নিজেদের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়ে আসুক।