নয়াদিল্লি: আন্তর্জাতিক দুনিয়ার সামনে হাফিজ মহম্মদ সঈদকে 'বোঝা' বলে মানলেন, তবে তাঁকে সহজে ঘাড় থেকে নামানো সম্ভব নয় বলে জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ।


সম্প্রতি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তীব্র আক্রমণ করে কটাক্ষ করেন, ভারত যেখান পাকিস্তানের সঙ্গেই স্বাধীনতা পাওয়ার পর থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক তৈরি করেছে, আইআইটি, আইআইএম বানিয়েছে, সেখানে পাকিস্তানের একমাত্র পরিচিতি, সন্ত্রাসবাদীর রপ্তানিকারীর!

সেই প্রেক্ষাপটেই আসিফ নিউ ইয়র্কে অনুষ্ঠিত এশিয়া সোসাইটি সেমিনারে বলেছেন, পাকিস্তান হক্কানি ভ্রাতাদ্বয়, হাফিজ সঈদ, লস্কর-ই-তৈবাকে প্রশ্রয় দিচ্ছে, সহজেই এটা বলে দেওয়া যায়। আমরা তো বলেছি, ওরা আমাদের বোঝা। তবে এই বোঝা ঝেড়ে ফেলার জন্য সময় দিতে হবে, কারণ ওদের মোকাবিলার প্রয়োজনীয় সম্পদ নেই আমাদের কাছে।

পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে যোগ দেওয়া পাক বিদেশমন্ত্রী আমেরিকাকেও একহাত নিয়ে বলেন, হক্কানি, সঈদদের জন্য আমাদের দুষবেন না। ২০-৩০ বছর আগে ওরাই তো আপনাদের প্রিয়পাত্র ছিল। হোয়াইট হাউসে ওরা আদরযত্ন পেত। আর আজ আপনারা বলছেন, ওদের লালন করার জন্য পাকিস্তানিরা নিপাত যাক!



প্রসঙ্গত, ২০০৮-এর মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড সঈদ পাকিস্তানে সম্প্রতি রাজনৈতিক দল খুলেছেন, ২০১৮-র নির্বাচনে লড়বেন বলেও জানিয়েছেন। পাকিস্তানকে তার ভূখণ্ডে সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক মহল ক্রমাগত চাপ দিয়ে চলেছে। তার জেরে পাকিস্তান সম্প্রতি হাফিজের দল মিল্লি মুসলিম লিগের রেজিস্ট্রিকরণের বিরোধিতা করেছে। নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে পাক সরকার গোয়েন্দা এজেন্সিগুলি এ ব্যাপারে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র দেয়নি, কূটনৈতিক দিক থেকেও কিছু দেশ আপত্তি তুলেছে বলে জানায়। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়ায় তাঁর শূন্য পদে অনুষ্ঠিত উপনির্বাচনে প্রার্থীও দেয় সঈদের দল।