মুম্বই হামলার 'মাস্টারমাইন্ড'কে 'সাহিব' সম্বোধনে ক্ষোভ, 'জঙ্গি' হাফিজ সঈদের বিরুদ্ধে আইন পুরোপুরি কাজে লাগিয়ে ব্যবস্থা নিতে হবে, জানিয়ে দিল আমেরিকা
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jan 2018 06:33 PM (IST)
NEXT
PREV
ওয়াশিংটন: হাফিজ মহম্মদ সঈদকে 'সাহিব' বলায়, তার বিরুদ্ধে কোনও মামলা নেই বলে জিও টিভি-কে সাক্ষাত্কারে জানানোয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির ওপর ক্ষুব্ধ আমেরিকা। কেন সঈদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সাক্ষাত্কারে প্রশ্ন করা হলে আব্বাসি বলেন, পাকিস্তানে কোনও মামলা নেই হাফিজ সঈদ সাহিবের বিরুদ্ধে। মামলা থাকলেই ব্যবস্থা নেওয়া হয়। পাল্টা মার্কিন বিদেশ দপ্তর জানিয়ে দিয়েছে, সঈদ 'সন্ত্রাসবাদী', যতদূর সম্ভব, আইনকে পুরোপুরি কাজে লাগিয়ে ব্যবস্থা নিতে হবে ওর বিরুদ্ধে।
আব্বাসির মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র হিথার নওরেট বলেন, তালিকাভুক্ত বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যোগসূত্র থাকায় ওর বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭, আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটির তালিকায় ফেলা হয়েছে ওকে। আমরা পাক সরকারের কাছে খুব পরিষ্কার করে আমাদের বক্তব্য, উদ্বেগ জানিয়ে দিয়েছি। এই লোকটির অবশ্যই বিচার হওয়া উচিত বলে আমাদের বিশ্বাস।
আব্বাসির সঈদ নিয়ে মন্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে নওরেট বলেন, আমরা ওকে একজন সন্ত্রাসবাদী, একটি বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য বলে মনে করি। ২০০৮ এর যে মুম্বই জঙ্গি হামলায় আমেরিকান সহ বহু মানুষ প্রাণ হারান, সে তার মাস্টারমাইন্ড ছিল বলে আমাদের বিশ্বাস।
নভেম্বরে পাকিস্তানে গৃহবন্দি অবস্থা থেকে ছাড়া পায় জামাত-উদ-দাওয়া প্রতিষ্ঠাতা সঈদ।
পর্যবেক্ষকদের ধারণা, মুম্বই হামলার জন্য দায়ী লস্কর-ই-তৈবারই শাখা সংগঠন জামাত। ২০১৪-র জুনে আমেরিকা তাদের বিদেশি জঙ্গি সংগঠন ঘোষণা কর।
ইদানিং পাকিস্তান সরকারকে নিয়ে আমেরিকাকে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে বলে স্বীকার করে নওরেট জানান, পাকিস্তান সন্ত্রাসবাদ মোকাবিলায় আরও ব্যবস্থা নেবে, এটাই ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা ছিল। বলেন, বরাবরই এটা স্পষ্ট বলছি আমরা। কয়েক সপ্তাহ আগে পাকিস্তানকে নিরাপত্তা সংক্রান্ত সহায়তা কিছুটা আটকে দেওয়ার সিদ্ধান্ত আপনারা জানেন।
এ মাসের শুরুতে সন্ত্রাসবাদ দমনে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে পাকিস্তানকে ২০০ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের সহায়তা স্থগিত রাখে আমেরিকা। পাল্টা পাকিস্তানও আমেরিকার সঙ্গে সামরিক, গোয়েন্দা সংক্রান্ত সহযোগিতা বন্ধ রেখেছে বলে শোনা যাচ্ছে। মার্কিন বিদেশ দপ্তর অবশ্য পাকিস্তানের তরফে এখনও কোনও সরকারি বার্তা পায়নি বলে গতকাল জানায়।
ওয়াশিংটন: হাফিজ মহম্মদ সঈদকে 'সাহিব' বলায়, তার বিরুদ্ধে কোনও মামলা নেই বলে জিও টিভি-কে সাক্ষাত্কারে জানানোয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির ওপর ক্ষুব্ধ আমেরিকা। কেন সঈদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সাক্ষাত্কারে প্রশ্ন করা হলে আব্বাসি বলেন, পাকিস্তানে কোনও মামলা নেই হাফিজ সঈদ সাহিবের বিরুদ্ধে। মামলা থাকলেই ব্যবস্থা নেওয়া হয়। পাল্টা মার্কিন বিদেশ দপ্তর জানিয়ে দিয়েছে, সঈদ 'সন্ত্রাসবাদী', যতদূর সম্ভব, আইনকে পুরোপুরি কাজে লাগিয়ে ব্যবস্থা নিতে হবে ওর বিরুদ্ধে।
আব্বাসির মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র হিথার নওরেট বলেন, তালিকাভুক্ত বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যোগসূত্র থাকায় ওর বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭, আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটির তালিকায় ফেলা হয়েছে ওকে। আমরা পাক সরকারের কাছে খুব পরিষ্কার করে আমাদের বক্তব্য, উদ্বেগ জানিয়ে দিয়েছি। এই লোকটির অবশ্যই বিচার হওয়া উচিত বলে আমাদের বিশ্বাস।
আব্বাসির সঈদ নিয়ে মন্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে নওরেট বলেন, আমরা ওকে একজন সন্ত্রাসবাদী, একটি বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য বলে মনে করি। ২০০৮ এর যে মুম্বই জঙ্গি হামলায় আমেরিকান সহ বহু মানুষ প্রাণ হারান, সে তার মাস্টারমাইন্ড ছিল বলে আমাদের বিশ্বাস।
নভেম্বরে পাকিস্তানে গৃহবন্দি অবস্থা থেকে ছাড়া পায় জামাত-উদ-দাওয়া প্রতিষ্ঠাতা সঈদ।
পর্যবেক্ষকদের ধারণা, মুম্বই হামলার জন্য দায়ী লস্কর-ই-তৈবারই শাখা সংগঠন জামাত। ২০১৪-র জুনে আমেরিকা তাদের বিদেশি জঙ্গি সংগঠন ঘোষণা কর।
ইদানিং পাকিস্তান সরকারকে নিয়ে আমেরিকাকে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে বলে স্বীকার করে নওরেট জানান, পাকিস্তান সন্ত্রাসবাদ মোকাবিলায় আরও ব্যবস্থা নেবে, এটাই ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা ছিল। বলেন, বরাবরই এটা স্পষ্ট বলছি আমরা। কয়েক সপ্তাহ আগে পাকিস্তানকে নিরাপত্তা সংক্রান্ত সহায়তা কিছুটা আটকে দেওয়ার সিদ্ধান্ত আপনারা জানেন।
এ মাসের শুরুতে সন্ত্রাসবাদ দমনে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে পাকিস্তানকে ২০০ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের সহায়তা স্থগিত রাখে আমেরিকা। পাল্টা পাকিস্তানও আমেরিকার সঙ্গে সামরিক, গোয়েন্দা সংক্রান্ত সহযোগিতা বন্ধ রেখেছে বলে শোনা যাচ্ছে। মার্কিন বিদেশ দপ্তর অবশ্য পাকিস্তানের তরফে এখনও কোনও সরকারি বার্তা পায়নি বলে গতকাল জানায়।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -