'আমেরিকার প্রিয়পাত্র' বলায় পাক বিদেশমন্ত্রীর বিরুদ্ধে ১০ কোটি টাকা মানহানির মামলা সঈদের
Web Desk, ABP Ananda
Updated at:
01 Oct 2017 08:17 PM (IST)
NEXT
PREV
লাহোর: পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ তাঁকে 'আমেরিকার প্রিয়পাত্র' বলায় তাঁর মর্যাদাহানি হয়েছে দাবি করে ১০ কোটি টাকা মানহানির মামলার নোটিস দিলেন হাফিজ মহম্মদ সঈদ। ২০০৮ এর মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ডের আইনজীবী এ কে ডোগার নোটিস পাঠিয়েছেন আসিফকে।
দিনকয়েক আগে আসিফ নিউ ইয়র্কে এক সভায় সঈদ, হক্কানিরা ও লস্কর-ই-তৈবা পাকিস্তানের 'বোঝা' বলে স্বীকার করলেও অবশ্য জানান, ওদের নির্মূল করার প্রয়োজনীয় 'রসদ' তাদের কাছে নেই। তবে পাক বিদেশমন্ত্রী এও বলেন, আমেরিকা পাকিস্তানকে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির মোকাবিলায় চাপ দিচ্ছে, কিন্তু ২০-৩০ বছর আগে ওরাই ছিল তার 'নয়নের মণি'। হোয়াইট হাউসে ওদের ডিনার, মদ্যপানের আয়োজন থাকত!
ডোগারের দাবি, সঈদ পাকিস্তানে একজন দেশপ্রেমিক, নিষ্ঠাবান, ধর্মপরায়ণ মুসলিম বলে পরিচিত, যিনি পয়গম্বরের নির্দেশে মেনে চলেন। নৈশভোজ, মদ্যপান তো দূর, তিনি হোয়াইট হাউসের ধারেকাছেও যাননি কখনও। এটা খুবই বিস্ময়কর যে আমার দেশের বিদেশমন্ত্রী সঈদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ করেছেন। এটা কুত্সা, যা আমার মক্কেল সম্পর্কে কখনও করা যায় না। পাকিস্তানের দণ্ডবিধির ৫০০ অনুচ্ছেদে এটা শাস্তিযোগ্য ব্যাপার। ৫ বছরের জেল, জরিমানা দুই-ই হয়। আমার মক্কেলের মানহানি করা হয়েছে, জনসমক্ষে হেয় করা হয়েছে তাঁকে। শুধু পাকিস্তান নয়, সারা বিশ্বে তাঁর সম্মান নষ্ট করায় তিনি ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করছেন। বলাই বাহুল্য, এই মামলার যাবতীয় খরচও আপনাকে বহন করতে হবে।
লাহোর: পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ তাঁকে 'আমেরিকার প্রিয়পাত্র' বলায় তাঁর মর্যাদাহানি হয়েছে দাবি করে ১০ কোটি টাকা মানহানির মামলার নোটিস দিলেন হাফিজ মহম্মদ সঈদ। ২০০৮ এর মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ডের আইনজীবী এ কে ডোগার নোটিস পাঠিয়েছেন আসিফকে।
দিনকয়েক আগে আসিফ নিউ ইয়র্কে এক সভায় সঈদ, হক্কানিরা ও লস্কর-ই-তৈবা পাকিস্তানের 'বোঝা' বলে স্বীকার করলেও অবশ্য জানান, ওদের নির্মূল করার প্রয়োজনীয় 'রসদ' তাদের কাছে নেই। তবে পাক বিদেশমন্ত্রী এও বলেন, আমেরিকা পাকিস্তানকে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির মোকাবিলায় চাপ দিচ্ছে, কিন্তু ২০-৩০ বছর আগে ওরাই ছিল তার 'নয়নের মণি'। হোয়াইট হাউসে ওদের ডিনার, মদ্যপানের আয়োজন থাকত!
ডোগারের দাবি, সঈদ পাকিস্তানে একজন দেশপ্রেমিক, নিষ্ঠাবান, ধর্মপরায়ণ মুসলিম বলে পরিচিত, যিনি পয়গম্বরের নির্দেশে মেনে চলেন। নৈশভোজ, মদ্যপান তো দূর, তিনি হোয়াইট হাউসের ধারেকাছেও যাননি কখনও। এটা খুবই বিস্ময়কর যে আমার দেশের বিদেশমন্ত্রী সঈদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ করেছেন। এটা কুত্সা, যা আমার মক্কেল সম্পর্কে কখনও করা যায় না। পাকিস্তানের দণ্ডবিধির ৫০০ অনুচ্ছেদে এটা শাস্তিযোগ্য ব্যাপার। ৫ বছরের জেল, জরিমানা দুই-ই হয়। আমার মক্কেলের মানহানি করা হয়েছে, জনসমক্ষে হেয় করা হয়েছে তাঁকে। শুধু পাকিস্তান নয়, সারা বিশ্বে তাঁর সম্মান নষ্ট করায় তিনি ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করছেন। বলাই বাহুল্য, এই মামলার যাবতীয় খরচও আপনাকে বহন করতে হবে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -