লাহৌর: ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদকে আরও তিন মাস গৃহবন্দি করে রাখার সিদ্ধান্ত নিল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সরকার। সন্ত্রাস দমন আইনে হাফিজ ও তাঁর চার সহযোগীকে আগেই তিন মাসের জন্য গৃহবন্দি করে রাখা হয়। আজ সেই মেয়াদ শেষ হচ্ছে। এরপর তাঁদের আরও তিন মাস গৃহবন্দি করে রাখা হবে বলে জানানো হয়েছে। শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন পাক পঞ্জাব সরকারের স্বরাষ্ট্র বিভাগের এক আধিকারিক।
গত ৩০ জানুয়ারি হাফিজ ছাড়াও মালিক জাফর ইকবাল, আবদুর রহমান আবিদ, কাজি কাশিফ হুসেন ও আবদুল্লা উবেইদকে গৃহবন্দি করা হয়। তাঁদের গৃহবন্দি করে রাখার মেয়াদ বাড়ানো নিয়ে সম্প্রতি অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরী নিসারের নেতৃত্বে এক বৈঠক হয়। সেই বৈঠকেই হাফিজদের গৃহবন্দি করে রাখার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই হাফিজদের গৃহবন্দি করতে বাধ্য হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। জামাত-উদ-দাওয়া এবং হাফিজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা জারি করার হুঁশিয়ারি দেয় ট্রাম্প প্রশাসন। এরপরেই হাফিজদের গৃহবন্দি করা হয়েছে। সরকারের এই পদক্ষেপকে আইনবিরুদ্ধ বলে দাবি করে লাহৌর আদালতের দ্বারস্থ হয়েছেন হাফিজরা। তবে সরকারের দাবি, শান্তি ও নিরাপত্তার স্বার্থেই হাফিজদের গৃহবন্দি করা হয়েছে।
আরও তিন মাস গৃহবন্দি থাকবেন হাফিজ সইদ
Web Desk, ABP Ananda
Updated at:
30 Apr 2017 07:24 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -