কাসারগড়: আফগানিস্তানে মার্কিন বিমানবাহিনীর আক্রমণে নিহত আইএস-এ যোগ দেওয়া কেরলের যুবক ইয়াহিয়া। গতকাল রাতে তার পরিবারের লোকেদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর পাঠানো হয়েছে। আশফাক নামে একজন বার্তায় বলেছে, ‘ইয়াহিয়া শহিদ হয়েছে। মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার মৃত্যু হয়েছে।’ তবে কবে এবং কোথায় ইয়াহিয়া নিহত হয়েছে, সেটা জানানো হয়নি।


গত বছর কেরলের ২১ জন পশ্চিম এশিয়ায় গিয়ে নিখোঁজ হয়ে যায়। তারা আইএস-এ যোগ দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল। তাদেরই একজন ছিল ইয়াহিয়া। সে মুসলিম ধর্ম গ্রহণ করে। পুলিশ অবশ্য এখনও তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত নয়। ইয়াহিয়ার পরিবারের লোকেদের কাছে যে বার্তা পাঠানো হয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

কিছুদিন আগেই মুরশিদ মহম্মদ নামে কেরলেরই এক যুবক আফগানিস্তানে ড্রোন হামলায় নিহত হয়েছে। এবার ইয়াহিয়ার মৃত্যুর খবর সত্যি হলে এক মাসের মধ্যে আফগানিস্তানে আইএস-এ যোগ দেওয়া দ্বিতীয় ভারতীয়র মৃত্যু হল।