দেশের শান্তি, সুস্থিতির সামনে বড় বিপদ, বলল পঞ্জাব প্রশাসন, হাফিজ সঈদের গৃহবন্দি থাকার মেয়াদ বাড়ল আরও একমাস
Web Desk, ABP Ananda
Updated at:
27 Sep 2017 09:56 PM (IST)
NEXT
PREV
লাহোর: হাফিজ সঈদের গৃহবন্দি থাকার মেয়াদ আরও এক মাস বাড়াল পাকিস্তানের পঞ্জাব প্রদেশ কর্তৃপক্ষ। মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড হাফিজকে চলতি বছরের গত ৩১ জানুয়ারি থেকে গৃহবন্দি রাখা হয়েছে। তাঁর কার্যকলাপ দেশের শান্তি, সুস্থিতির সামনে বড় বিপদ বলে জানিয়েছে পঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তর।
জামাত-উদ-দাওয়া প্রতিষ্ঠাতার পাশাপাশি তাঁর ৪ সঙ্গী আবদুল্লাহ উবেইদ, মালিক জফর ইকবাল, আবদুল রহমান আবিদ ও কাজি কাসিফ হুসেইনের গৃহবন্দি দশার মেয়াদও ২৫ সেপ্টেম্বর থেকে আরও ৩০ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে তারা।
হাফিজের গৃহবন্দি থাকার মেয়াদ বৃদ্ধির আগের নির্দেশ জারি হয়েছিল গত ২৮ জুলাই।
সর্বশেষ নির্দেশে পঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, হাফিজ, তাঁর সঙ্গীরা ছাড়া পেতে চলেছে, ধরে নিয়ে জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়াত দেশব্যাপী অস্থিরতা, গণ্ডগোল তৈরির ছক কষেছে। হাফিজের নেতৃত্বে বিক্ষোভ দেখানোর প্ল্যান করেছে ওরা। হাফিজকে হিরো বলে তুলে ধরে তাঁর কার্যকলাপকে মহিমান্বিত করতে চায় ওরা।
বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, হাফিজের মুক্তির ব্যাপারে যাবতীয় প্রস্তুতি, আয়োজন করছে জামাত উদ দাওয়ার আরেক শীর্ষ নেতা আবদুল রহমান মাক্কি। টাকা পয়সা তোলা হচ্ছে, গাড়ির ব্যবস্থা হচ্ছে, অস্ত্রশস্ত্রও জোগাড় করছে ওরা যাতে মিছিল, সমাবেশ করে সেগুলি দেখানো যায়।
লাহোর: হাফিজ সঈদের গৃহবন্দি থাকার মেয়াদ আরও এক মাস বাড়াল পাকিস্তানের পঞ্জাব প্রদেশ কর্তৃপক্ষ। মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড হাফিজকে চলতি বছরের গত ৩১ জানুয়ারি থেকে গৃহবন্দি রাখা হয়েছে। তাঁর কার্যকলাপ দেশের শান্তি, সুস্থিতির সামনে বড় বিপদ বলে জানিয়েছে পঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তর।
জামাত-উদ-দাওয়া প্রতিষ্ঠাতার পাশাপাশি তাঁর ৪ সঙ্গী আবদুল্লাহ উবেইদ, মালিক জফর ইকবাল, আবদুল রহমান আবিদ ও কাজি কাসিফ হুসেইনের গৃহবন্দি দশার মেয়াদও ২৫ সেপ্টেম্বর থেকে আরও ৩০ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে তারা।
হাফিজের গৃহবন্দি থাকার মেয়াদ বৃদ্ধির আগের নির্দেশ জারি হয়েছিল গত ২৮ জুলাই।
সর্বশেষ নির্দেশে পঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, হাফিজ, তাঁর সঙ্গীরা ছাড়া পেতে চলেছে, ধরে নিয়ে জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়াত দেশব্যাপী অস্থিরতা, গণ্ডগোল তৈরির ছক কষেছে। হাফিজের নেতৃত্বে বিক্ষোভ দেখানোর প্ল্যান করেছে ওরা। হাফিজকে হিরো বলে তুলে ধরে তাঁর কার্যকলাপকে মহিমান্বিত করতে চায় ওরা।
বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, হাফিজের মুক্তির ব্যাপারে যাবতীয় প্রস্তুতি, আয়োজন করছে জামাত উদ দাওয়ার আরেক শীর্ষ নেতা আবদুল রহমান মাক্কি। টাকা পয়সা তোলা হচ্ছে, গাড়ির ব্যবস্থা হচ্ছে, অস্ত্রশস্ত্রও জোগাড় করছে ওরা যাতে মিছিল, সমাবেশ করে সেগুলি দেখানো যায়।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -