লাহোর: কাশ্মীর নিয়ে উস্কানিমূলক মন্তব্যের পর এবার পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের। লাহোরের বাড়িতে পাক সংবাদমাধ্যমের এক প্রতিনিধিকে একথা জানান মোস্ট ওয়ানন্টেড জঙ্গি নেতা। আগামী বছর পাকিস্তানের সাধারণ নির্বাচনে তাঁর দল মিল্লি মুসলিম লিগও (এমএমএল) অংশগ্রহণ করবে বলেও ঘোষণা সইদের।যদিও এই দল এখনও পাক নির্বাচন কমিশনের স্বীকৃতি পায়নি।
প্রায় ১১ মাস নজরবন্দি থাকার পর নভেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পান এই জঙ্গি নেতা। সইদকে মুক্তি দেওয়ার পর থেকেই পাকিস্তানের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে আসছে ভারত।
জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার মুখোশ সংগঠন জামাত-উদ-দাওয়ার সদর দফতরে বসে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হাফিজ জানান, এমএমএল আগামী বছরের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা হাতে নিয়েছে। ভারতের বিরুদ্ধেও হুঙ্কার ছেড়েছেন ২০০৮-এর মুম্বই হামলার মূলচক্রী। তিনি বলেছেন, ‘ভারতকে বলতে চাই যে, কাশ্মীরীদের সমর্থন অব্যাহত থাকবে। ভারত কাশ্মীরীদের কন্ঠস্বর রুদ্ধ করতে চায়। ভারত পাকিস্তানের ওপরও চাপ তৈরি করছে। আমি পাকিস্তানকে বলতে চাই যে, পর্দার আড়ালের কূটনীতি কাশ্মীরের সংগ্রামকেই ক্ষতিগ্রস্ত করবে’।
২০০৮-এ হাফিজকে রাষ্ট্রপুঞ্জ সন্ত্রাসবাদের কালো তালিকাভূক্ত করেছিল। আমেরিকারও তাঁকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে।
হাফিজের দাবি, তাঁকে ও কাশ্মীরের হুরিয়ত নেতাদের আটক রাখাটা আন্তর্জাতিক অ্যাজেন্ডার অংশ। কাশ্মীর আন্দোলনকে দুর্বল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হাফিজ ভারতকে হুমকি দিয়ে বলেছেন, কাশ্মীরে ‘অত্যাচার’ বন্ধ না হলে আন্দোলন আরও জোরাল হবে এবং তার ফল ভুগতে হবে।
আগামী বছর পাকিস্তানের সাধারণ নির্বাচনে লড়াই করবে হাফিজের সংগঠন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Dec 2017 11:10 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -