ইসলামাবাদ: পাকিস্তানকে যে ৭৫ জন জঙ্গির তালিকা আমেরিকা দিয়েছে, তাতে নেই নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উদ—দাওয়া প্রধান হাফিজ সইদের নাম। এমনই দাবি করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী খওয়াজা আসিফ।
উল্লেখ্য, সন্ত্রাসমূলক কাজের জন্য আমেরিকা হাফিজের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে পাকিস্তানে গৃহবন্দী রয়েছে ২৬-১১ মুম্বই হামলার মূল চক্রী।
পাক পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটের অধিবেশনে আসিফ বলেছেন, তাঁরা আমেরিকার হাতে ১০০ জঙ্গির তালিকা দিয়েছিলেন। কিন্তু আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানকে ৭৫ জঙ্গির তালিকা দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসনের সফরের সময় ওই তালিকা পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়।
আসিফ সেনেটরদের বলেছেন, 'হক্কানি নেটওয়ার্ক মার্কিন তালিকার শীর্ষে রয়েছে। তবে কোনও জঙ্গিই পাকিস্তানি নয়'।
উল্লেখ্য, ২০১৪-তেই আমেরিকা হাফিজের সংগঠন জামাত-উদ-দাওয়াকে  বিদেশি জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার মুখোশ হিসেবেই কাজ করে জামাত-উদ-দাওয়া। ২০০৮-এর মুম্বই হামলা সহ ভারতে একাধিক জঙ্গি হামলার পিছনে রয়েছে এই লস্করেরই হাত ।