ওয়াশিংটন: সোমবার সন্ধ্যায় (মার্কিন সময়) ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস। শুধু মার্কিন প্রতিরক্ষাসচিব নয়। এদিন মোদীর সঙ্গে একপ্রস্থ বৈঠক সারেন মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসন-ও। সূত্রের খবর, উভয় বৈঠকেই সন্ত্রাসবাদ গুরুত্ব পেয়েছে। পাশাপাশি, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। ম্যাটিসের সঙ্গে বৈঠকের কিছুক্ষণের মধ্যেই কাশ্মীরি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন নেতা সঈদ সালাউদ্দিনকে বিশ্ব-জঙ্গি হিসেবে ঘোষণা করে মার্কিন প্রশাসন। এই দুই বৈঠককেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে কূটনৈতিক মহল। যে উইলওয়ার্ড কন্টিনেন্টাল হোটেলে মোদী রয়েছেন, সেখানেই গিয়েই আলোচনা সারেন ম্যাটিস ও টিলারসন। বৈঠকে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও।
মোদীর সঙ্গে বৈঠক মার্কিন প্রতিরক্ষাসচিব, বিদেশসচিবের, আমেরিকার থেকে ২২টি প্রিডেটর ড্রোন কিনছে ভারত
Web Desk, ABP Ananda | 26 Jun 2017 11:40 PM (IST)