সিডনি: আমরা জানি জলের রঙ মানেই নীল। কিন্তু প্রকৃতি দেবীর এমন কৃপা, এই পৃথিবীর বুকেই রয়েছে গোলাপী রঙের লেক বা জলাশয়। প্রকৃতির তৈরি অদ্ভূত এই জলাশয় রয়েছে পশ্চিম অস্ট্রেলিয়ার দক্ষিন সৈকতে মধ্য দ্বীপপুঞ্জের কাছে। এই জলাশয়ের নাম লেক হিলিয়ার। নোনা জলের এই হ্রদের রঙই গোলাপী।
বিজ্ঞানীরা যদিও এই জলাশয়ের রঙ গোলাপী হওয়ার সঠিক কারণ এখনও অনুসন্ধান করতে পারেননি। তবে বিশেষজ্ঞদের ধারণা একধরনের জৈববস্তু দুনালিলা স্যালাইনার উপস্থিতিই ওই জলাশয়ের রঙ এরকম গোলাপী করেছে।
৬০০ মিটার জুড়ে রয়েছে এই হ্রদ। তবে বিশ্বের এটাই একমাত্র গোলাপী হ্রদ নয়।
ভ্রমণপিপাসুদের জানিয়ে রাখা দরকার, তাঁরা এই হ্রদকে কাছে থেকে দেখে উপলব্ধি করতে পারবেন না। তাঁদের আকাশপথেই এই জলাশয়ের সৌন্দর্য উপভোগ করতে হবে, কারণ এর কাছাকাছি যাওয়ার অনুমতি নেই কারও।
নীল নয়, গোলাপী লেক-এর কথা শুনেছেন? সত্যিই অস্তিত্ব আছে এই হ্রদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Sep 2016 04:48 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -