ওয়াশিংটন: বুধবারের বিকেল, ফ্লোরিডা। ৭ বছরের মলি রোজকার মত সেদিনও বাড়ির পিছনের বাগানে খেলছিল পোষা কুকুরের সঙ্গে। আচমকা মেয়েটির ওপর হানা দেয় ভয়াবহ বিষাক্ত একটি ঝুমঝুমি সাপ, যার পোশাকি নাম র্যাটলস্নেক।
মলির মৃত্যু সম্ভবত সেদিনই নিশ্চিত ছিল কারণ র্যাটলস্নেকের ছোবল খেয়ে বাঁচার নজির খুব বেশি নেই। কিন্তু রুখে দাঁড়ায় পোষা কুকুর হাউস। ঈশ্বরের আশীর্বাদের মত মলি ও ঝুমঝুমি সাপের মাঝখানে লাফিয়ে পড়ে সে। শুরু হয় দুবছরের কুকুরের মৃত্যুর সঙ্গে অসম লড়াই। ক্ষিপ্ত সাপটি তিন তিনবার ছোবল মারে তাকে। মলির মা ডোনিয়া ডে লুকা মেয়ের চিৎকারে বাগানে এসে দেখেন, হাউস খোঁড়াচ্ছে, চোখ দিয়ে জল ঝরছে তার। চিকিৎসকরা জানিয়েছেন, হাউসের কিডনিতে বিষ ছড়িয়ে গেছে, বাঁচার আশা খুব বেশি নেই। তবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শয়ে শয়ে মানুষ। হেল্প সেভ হাউস নামে সোশ্যাল মিডিয়ায় একটি পেজ খুলেছে ডে লুকা পরিবার। কুকুরটির চিকিৎসার জন্য সেখানে ইতিমধ্যেই জমা পড়েছে প্রায় ৫০,০০০ মার্কিন ডলার। সকলের আশা, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।
র্যাটলস্নেকের ছোবল থেকে ৭ বছরের ‘খেলার সাথী’-কে বাঁচিয়ে জখম পোষা কুকুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 May 2016 11:56 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -