শিকাগো: আমেরিকায় মুসলিম মা, মেয়ের ওপর হামলা। হিজাব পরায় মা-মেয়েকে 'আইসিস' সম্বোধন করে চরম হেনস্থার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। গায়ে থুতু ছেটানোরও অভিযোগ উঠেছে। আমেরিকার ওয়েস্ট রজার্স পার্কের ঘটনা। ক্রমাগত ইসলামের প্রতি ভীতি থেকেই এই ঘটনা বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, ওই মহিলা ও তাঁর মেয়ে হিজাব পরে রাস্তায় বেরিয়েছিলেন। রাস্তার মধ্যেই তাঁদের শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ। ওই মহিলা জানিয়েছেন, অকথ্য গালাগালি করা হয় তাঁদের। গায়ে থুতু ছেটানো হয়। প্রকাশ্যে 'আইএস'-'আইএস' বলে ডাকতে থাকে। মহিলার দাবি, শিকাগো পুলিশ এই ঘটনায় কোনও আমলই দেয়নি। ইসলাম-বিরোধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি। রাস্তায় অন্য লোকজনও তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। উপরন্তু ওই দৃশ্য তারিয়ে তারিয়ে দেখছিল দুই যুবক। এমনটাই জানিয়েছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, এবারই প্রথম নয়, এই নিয়ে পাঁচবার এধরনের পরিস্থিতির শিকার হতে হল তাঁদের।
প্রসঙ্গত, শিকাগো পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এটাকে সাধারণ হেনস্থার ঘটনা হিসেবেই দেখছেন তারা।
ইসলাম-আতঙ্ক! হিজাব পরা মা, মেয়েকে আইসিস বলে হেনস্থা আমেরিকায়
Web Desk, ABP Ananda
Updated at:
16 Aug 2016 01:52 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -