ফের আমেরিকায় জাতিবিদ্বেষী হামলা, হিজাব পরিহিত পরিবহণকর্মীকে সাবওয়ে স্টেশনের সিঁড়ি থেকে ধাক্কা
ABP Ananda, web desk | 06 Dec 2016 07:35 PM (IST)
নিউইয়র্ক: এবার নিউইয়র্কে এক হিজাব পরিহিত মহিলা পরিবহণকর্মী জাতিবিদ্বেষমূলক হামলার শিকার হলেন। তাঁকে 'সন্ত্রাসবাদী' আখ্যা দিয়ে একটি সাবওয়ে স্টেশনের সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এক দুষ্কৃতী। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর মার্কিন মুলুকের বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের হামলার শিকার হতে হচ্ছে হিজাব পরিহিত মহিলাদের। এই ক্রমবর্ধমান অসহিষ্ণুতার শিকার হলেন মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন (এমটিএ)-র স্টেশন এজেন্ট ৪৫ বছরের সোহা সালামা। ঘটনার সময় ইউনিফর্মের সঙ্গে হিজাব পরেছিলেন তিনি। গতকাল কর্মস্থলে যাওয়ার পথে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে এক ব্যক্তি তাঁরে ধাক্কা মেরে ফেলে দেওয়ায় তিনি জখম হয়েছেন। ধাক্কা মারার আগে সালামাকে গালিগালাজও করে দুষ্কৃতী। সে বলে, 'তুমি সন্ত্রাসবাদী, তাই এখানে কাজ করা উচিত নয় তোমার'। ট্রেন থেকে নেমে সালামার পিছু ধাওয়া করে দুষ্কৃতী। এরপর সিঁড়ি থেকে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। চার সন্তানের জননী সালামা এখন চিকিত্সাধীন। তিনি রীতিমতো আতঙ্কিত। সালামা বলেছেন, এ রকম ঘটনার মুখোমুখি তাঁকে এর আগে হতে হয়নি। ওই দুষ্কৃতী তাঁকে রেল লাইনে ফেলে দেওয়ার চেষ্টা করছিল বলেও জানিয়েছেন সালামা। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কিউমো এই ঘটনার নিন্দা করেছেন। এ ধরনের হামলা বরদাস্ত করা হবে বলেও তিনি জানিয়েছেন। উল্লেখ্য, গত শনিবারই হিজাব পরিহিত এক মহিলা পুলিশ কর্মী নিগ্রহের শিকার হয়েছিলেন। সেই সময় ওই মহিলা পুলিশ কর্মী কর্তব্যরত ছিলেন না। এর আগেও এ ধরনের হামলার খবর পাওয়া গিয়েছে।