নিউ ইয়র্ক: টানা কয়েক মাসের হাড্ডাহাড্ডি যুদ্ধ এবার চূড়ান্ত পর্যায়ে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, বুধবার ফল ঘোষণা। তার আগে শেষ মুহূর্তে নিজের নিজের দিকে খানিকটা সমর্থন বাড়িয়ে নেওয়ার তাগিদে ভোটে যাওয়া প্রদেশগুলি চষে ফেলছেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। তবে দুই প্রার্থীর মধ্যে কাদা ছোড়াছুড়ি শেষ হয়নি এখনও। ট্রাম্প বলেছেন, হিলারি জাল, আবার হিলারির অভিযোগ, ট্রাম্প ক্ষমতায় এলে দেশটাকে টুকরো করে ফেলবেন।
দুই প্রার্থীরই নিজ নিজ সমর্থকদের কাছে আবেদন, নিজের ভোটটা ঠিকমত দিন। ডেমোক্র্যাট হিলারির সমর্থক মূলত দক্ষিণ আমেরিকান, আফ্রিকান-আমেরিকান ও তরুণ প্রজন্ম।
আরও পড়ুন হিলারিকে সমর্থন সলমনের
উল্টোদিকে রিপাবলিকান ট্রাম্পকে চাইছেন মূলত শ্বেতাঙ্গরা ও ১০ বছরের ডেমোক্র্যাট শাসনে অসন্তুষ্ট একটা অংশ। ট্রাম্প যাঁদের রাজনৈতিক কারণে একঘরে বলে অভিহিত করেছেন, সেই মধ্যবিত্ত শ্রেণির একটা বড় অংশও সমর্থন করছেন তাঁকে।
আরও পড়ুন ভারতীয়দের ভালবাসেন, তিনি প্রেসিডেন্ট হলে ঘনিষ্ঠতম হবে ভারত-মার্কিন সম্পর্ক, বললেন ডোনাল্ড ট্রাম্প
সমীক্ষা বলছে, মিশিগান নিয়ে দু’পক্ষের ভালরকম লড়াই হবে। এই প্রদেশ ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হলেও এবার এখানে প্রচারে ঝড় তুলেছেন ট্রাম্প। পেনিসিলভ্যানিয়ার রায় কোনদিকে যায়, তার ওপরেও অনেকটা নির্ভর করছে দুই প্রার্থীর ভাগ্য।
তবে সিংহভাগ সমীক্ষাই রায় দিয়েছে হিলারির পক্ষে। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার কৃষ্ণাঙ্গদের মধ্যে এখনও ভাল জনপ্রিয়তা রয়েছে। হিলারির হয়ে টানা প্রচার চালিয়েছেন তিনি, দেশবাসীকে বারবার আহ্বান জানিয়েছেন, ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দিতে। দাবি করেছেন, দেশ ও সেনাবাহিনীর প্রধান হওয়ার জন্য ট্রাম্প মোটেই যোগ্য নন, মার্কিন চাওয়া পাওয়ার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।
তা ছাড়া এফবিআই ঠিক ভোটের আগে আচমকা ইমেল কাণ্ডে হিলারির বিরুদ্ধে ক্রিমিন্যাল চার্জ না আনার ঘোষণা করাও পক্ষে গিয়েছে তাঁর। যদিও সমীক্ষা বলছে, খুব অল্প ব্যবধানেই ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন তিনি।
আজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, শেষ মুহূর্তে সমর্থন বাড়ানোর দৌড়ে ট্রাম্প-হিলারি
ABP Ananda, Web Desk
Updated at:
08 Nov 2016 07:55 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -