মিনেসোটায় ভোটপ্রচারে এসে ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় এলে আমেরিকা থেকে অন্য দেশে চাকরি চলে যাওয়া বন্ধ করবেন। দেখবেন, চাকরি যেন মিনেসোটার বাইরে না যায়। মিনেসোটা দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি। তাই সেখানে ভোট পাওয়া ট্রাম্পের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ।
ট্রাম্পের প্রতিশ্রুতি, তিনি আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করে তুলবেন। কিন্তু ধনী রাষ্ট্র হতে গেলে অবশ্যই আগে নিরাপদ রাষ্ট্র হতে হবে। ফের মুসলিম শরণার্থী তাস খেলে তাঁর দাবি, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন আমেরিকায় সিরীয় শরণার্থী প্রবেশ ৫৫০ শতাংশ বাড়ানোর কথা বলেছেন। তিনি চান, মার্কিন যুক্তরাষ্ট্রে যথেচ্ছ শরণার্থী অনুপ্রবেশ হোক, তাও বিশ্বের ভয়ঙ্করতম এলাকা থেকে।
এর ফলে মার্কিন স্কুল কলেজ ও সমাজজীবনে প্রজন্মের পর প্রজন্ম জঙ্গিবাদ ও কট্টরবাদের সংমিশ্রণ হবে বলে দাবি করেছেন তিনি। তা বক্তব্য, তিনি প্রেসিডেন্ট হলে সিরিয়া থেকে আমেরিকায় শরণার্থী অনুপ্রবেশ বন্ধ করে দেবেন, মুসলিম জঙ্গিদের বার করে দেবেন দেশ থেকে।