ঢাকা: বাংলাদেশের মাদারিপুরে এক অধ্যাপককে বাড়িতে ঢুকে খুন করার চেষ্টা করল মৌলবাদীরা। তাদের হামলায় মারাত্মক জখম হলেও, প্রাণে বেঁচে গিয়েছেন ওই অধ্যাপক। বরিশালের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিপন চক্রবর্তী নামে ওই আক্রান্ত ব্যক্তি নাজিমুদ্দিন গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজের অঙ্কের অধ্যাপক। বুধবার সন্ধ্যায় তিন হামলাকারী তাঁর বাড়ির দরজার কড়া নাড়ে। অধ্যাপক দরজা খুলতেই ধারাল অস্ত্র দিয়ে তাঁর মাথা, ঘাড় ও কাঁধে আঘাত করা হয়। প্রাণে বাঁচতে চিৎকার শুরু করে দেন অধ্যাপক। পালানোর চেষ্টা করে হামলাকারীরা। প্রতিবেশীরা ছুটে এসে একজনকে ধরে ফেলেন। তাঁকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন মাদারিপুরের পুলিশ সুপার সারওয়ার হোসেন।
বাংলাদেশে গত কয়েক মাসে সংখ্যালঘু ও ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের উপর হামলা মারাত্মক বেড়ে গিয়েছে। প্রায় ১২ হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করা হলেও, হামলা বন্ধ করা যাচ্ছে না। লক্ষাধিক ধর্মগুরু সংখ্যালঘুদের খুন করার বিরুদ্ধে ফতোয়ায় সই করেছেন। কিন্তু তাতেও অবস্থার বদল হচ্ছে না।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বাংলাদেশে বাড়িতে ঢুকে অধ্যাপককে খুনের চেষ্টা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jun 2016 04:56 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -