ইসলামাবাদ: ইফতার শুরুর মিনিট ৪০ আগে ঘরের বাইরে বসে ভাত খাচ্ছিলেন তিনি। মুসলিম ধর্মাবলম্বী না হওয়ায় ভাবেননি, এতে কোনও অন্যায় হচ্ছে। কিন্তু কট্টরপন্থী অধ্যুষিত দেশে রোজা না রাখার 'অপরাধ' সহ্য করেনি পাকিস্তানি পুলিশ। নির্মম পুলিশি অত্যাচারের শিকার হলেন সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার ৯০ বছরের গোকুল দাস। মেরে তাঁর হাত ফাটিয়ে দিয়েছে পাক পুলিশ।

গোকুলের নাতি বিনোদ কুমার অভিযুক্ত পুলিশ কর্মী আলি হাসানের নামে থানায় এফআইআর করেন। গোকুল দাসের রক্তাক্ত হাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় ওই পুলিশ কর্মীকে গ্রেফতারে বাধ্য হয় পুলিশ। স্থানীয় ইন্সপেক্টর জেনারেল আশ্বাস দিয়েছেন, আহত বৃদ্ধের প্রতি সুবিচার করা হবে।

জিয়া উল হকের আমল থেকে পাকিস্তানে বহাল হয়েছে এথিরাম এ রামাদান নামে এক কালা কানুন। ওই আইন অনুয়ায়ী রমজানের সময় পাঁচজনের সামনে খাওয়াদাওয়া করা অপরাধ, তা সংশ্লিষ্ট ব্যক্তি যে ধর্মেরই হোন না কেন। এই সময়টা পাক সংখ্যালঘুদের ওপর কড়া নজরদারি চলে, কেউ কিছু খেয়ে ফেললে ভয়াবহ অত্যাচারের শিকার হতে হয় তাঁকে। গোকুলের অবশ্য ভাগ্য ভাল, তাঁর রক্তাক্ত হাতের ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে, তাঁর ওপর অত্যাচারের অপরাধী এখন জেলবন্দি।