করাচি: হিন্দু মন্দিরে হামলা, দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের থাট্টা জেলার ঘারো টাউনে। পুলিশ জানিয়েছে, মূর্তির ভাঙাচোরা টুকরো পড়ে থাকতে দেখা গিয়েছে মন্দিরের পাশের নালায়। পাক সংবাদপত্র ডন-এর খবর, ধর্ম অবমাননা, সন্ত্রাসবাদের মামলা রুজু করা হয়েছে। দেবদেবীর মূর্তি অপবিত্র করার অভিযোগে অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
স্থানীয় পুলিশ অফিসার ফিদা হুসেন মাস্তোই বলেছেন, তদন্ত চলছে। তবে কেউ গ্রেফতার হয়নি এখনও। তাঁকে উদ্ধৃত করে বিবিসি উর্দু জানিয়েছে, প্রাথমিক তদন্তে যদিও মন্দিরের সামনে মেলা পায়ের ছাপ কোনও কিশোরের বলে মনে হচ্ছে, সব সম্ভাবনা মাথায় রেখেই তদন্ত চলবে।
স্থানীয় কাউন্সিলর লাল মেহেশ্বরী গতকাল অনেক রাত পর্যন্ত মন্দিরে কাজ করছিলেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, মনে হয়, রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে কেউ মন্দিরে ঢুকেছিল। সকালে ভক্তরা প্রার্থনা করতে এসে দেখেন দেবদেবীর বিগ্রহ নিখোঁজ। মন্দিরের ইতিহাসে এমন হল এই প্রথম।
প্রসঙ্গত, ঘারোয় বাস করে প্রায় ২০০০ পরিবার, অধিকাংশই হিন্দু।