করাচি: জিরগা (সালিশি সভা)-র নিদান মেনে হিন্দু ঘরের অল্পয়সী এক গৃহবধূকে জোর করে ৫৬ বছরের এক প্রৌঢ়ের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠল পাকিস্তানের সিন্ধ প্রদেশে।
সূত্রের খবর, গত ৪ মে ওয়াদিয়া বাই মেঘওয়ার নামে ওই মহিলা নিজের পছন্দেই বিয়ে করেন সম্পর্কে তাঁরই আত্মীয় সুরেশকে। বিষয়টি মেনে নেয়নি মেয়েটির পরিবার। বিয়ের কয়েকদিন পরই তাঁর পরিবারের লোকজন তাঁকে ফিরিয়ে আনতে যায়। প্রতিশ্রুতি দেয়, আচার অনুষ্ঠান মেনে সুরেশের সঙ্গেই মেয়ের বিয়ে দেবে। কিন্তু মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে জোর করে ৫৬ বছরের প্রৌঢ় এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পুরো ঘটনাটাই অবশ্য সালিশি সভার নিদান মেনেই হয়।
সুরেশের অভিযোগ, তাঁর সঙ্গে বিয়ে না দিয়ে মেয়েটির দাদা জ্ঞানচাঁদ মেঘওয়ার জোর করে বিয়ে দেয় ওই বৃদ্ধের সঙ্গে।
ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সিন্ধের ইন্সপেক্টর জেনারেল (আইজি) এডি খাওয়াজা। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মেয়েটির দাদা ও পরিবারের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
জিরগার নিদান, পাকিস্তানে হিন্দু গৃহবধূকে জোর করে ফের বিয়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jun 2016 12:47 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -