উলট পুরাণ ! বিয়েতে নারাজ, বয়ফ্রেন্ডকে অ্যাসিড ছুঁড়ে মারলেন বিবাহিত মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jun 2016 08:30 AM (IST)
ইসলামাবাদ: প্রেমে প্রত্যাখ্যানের জেরে মহিলাদের ওপর অ্যাসিড হামলা আকছারই হয়। কিন্তু এবার পাকিস্তানে ঠিক এর উল্টোটা ঘটল। এক ব্যক্তিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এক মহিলা। তিনি না বলতেই রেগে গিয়ে তাঁকে অ্যাসিড ছুঁড়ে মারেন ওই মহিলা। পাকিস্তান পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, অভিযুক্ত মহিলাকে তারা গ্রেফতার করেছে। স্থানীয় এক পুলিশ অফিসার বাসির আহমেদ জানিয়েছেন, ঘটনাটি গত পরশু ঘটেছে। মুলতানের কাছে মাখদুম রশিদ এলাকায়, মূলত মধ্য পাকিস্তানে অবস্থিত এক শহরের ঘটনা। অভিযুক্ত মহিলার নাম মনিল মাই। ৩২ বছর বয়সি এই মহিলা বিবাহিত। কিন্তু তিনি চাইতেন তাঁর বয়ফ্রেন্ড সাদাকাত আলিকে বিয়ে করতে। প্রথম পক্ষের স্বামীকে ছেড়ে দিতে চাইতেন এই মহিলা। তাই এত পরিকল্পনা। এদিকে আক্রান্ত ব্যক্তি এখন হাসপাতালে চিকিত্সাধীন। পাকিস্তানে মহিলাদের ওপর অ্যাসিড হামলার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু মহিলার এভাবে আক্রমণাত্মক হওয়ার ঘটনা এই প্রথম।